Sunil Gavaskar

India vs West Indies 2022: রবিবারের ইডেন ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তনের দাবি সুনীল গাওস্করের

রুতুরাজকে দলে নিতে হলে ওপেনার ঈশান কিশনকে সরতে হতে পারে। প্রথম দুই ম্যাচে ঈশান ২ এবং ৩৫ রানের ইনিংস খেলেন। তাঁকে উইকেটরক্ষক হিসেবে খেলানো হতেই পারে। আবেশ এবং সিরাজকে দলে নিতে হলে বসতে হতে পারে ভুবনেশ্বর কুমার এবং হর্ষল পটেলকে। ভারতীয় দল সিরিজ জেতার পর কী করে সেই দিকেই থাকবে নজর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৪
Share:

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র

সিরিজ পকেটে। ঘরে ফিরে গিয়েছেন বিরাট কোহলী এবং ঋষভ পন্থ। এমন অবস্থায় রবিবারের ইডেনে ভারতীয় দলে দুই পরিবর্তন নিশ্চিত। কিন্তু সুনীল গাওস্কর চাইছেন ৩-৪টি পরিবর্তন হোক রবিবার।

গাওস্কর চান অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে দল গোছানো হোক। সেই ক্ষেত্রে রুতুরাজ গায়কোয়াড়, মহম্মদ সিরাজ, আবেশ খানদের দেখে নিতে চান তিনি। এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “আশা করব রুতুরাজকে সুযোগ দেবে ওরা। এখন সেটাই দরকার। মেলবোর্নের জন্য তৈরি হতে গেলে যত বেশি সম্ভব ক্রিকেটারকে দেখে নিতে হবে। তবে একটি ম্যাচ কখনোই বলে দেবে না সে খেলতে পারবে কি পারবে না। আমি চাইব আবেশ খান এবং মহম্মদ সিরাজকেও দেখে নিতে। তবে বেশির ভাগ দল তিন-চারটি পরিবর্তন করতে চাইবে না, খুব বেশি হলে দু’-একটা করবে।”

Advertisement

রুতুরাজকে দলে নিতে হলে ওপেনার ঈশান কিশনকে সরতে হতে পারে। প্রথম দুই ম্যাচে ঈশান ২ এবং ৩৫ রানের ইনিংস খেলেন। তাঁকে উইকেটরক্ষক হিসেবে খেলানো হতেই পারে। আবেশ এবং সিরাজকে দলে নিতে হলে বসতে হতে পারে ভুবনেশ্বর কুমার এবং হর্ষল পটেলকে। ভারতীয় দল সিরিজ জেতার পর কী করে সেই দিকেই থাকবে নজর।

বিরাট চলে যাওয়ায় রবিবার সুযোগ পেতে পারেন শ্রেয়স আয়ার। পন্থের পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে ঈশান খেলছেন ধরে নেওয়া যেতেই পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement