প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই ৪ উইকেট তুলে নিলেন শিবম মাভি। ছবি: টুইটার।
ইনিংসের শেষ বলে দশম উইকেট হারাল শ্রীলঙ্কা
১৮ ওভার শেষ। উইকেটে রয়েছেন করুণারত্নে (৫) এবং রাজিথা (শূন্য)।
চতুর্থ উইকেট নিলেন শিবম। ১ রান করলেন থিকশানা। জয়ের জন্য ১৪ বলে ৩১ রান দরকার শ্রীলঙ্কার।
১৭ ওভার শেষ। উইকেটে রয়েছেন থিকশানা (১) এবং করুণারত্নে (৩)।
৪৫ রান করে আউট শ্রীলঙ্কার অধিনায়ক। জয়ের জন্য ২০ বলে ৩৪ রান চাই শ্রীলঙ্কার।
১৬ ওভার শেষ। উইকেটে রয়েছেন শনকা (৩৯) এবং করুণারত্নে (২)।
তৃতীয় উইকেট শিবমের। ১০ বলে ২১ রান করলেন হাসরঙ্গ। শ্রীলঙ্কা ৬ উইকেটে ১০৮।
১৪ ওভার শেষ। উইকেটে রয়েছেন শনকা (২৫) এবং হাসরঙ্গ (২১)।
১২ ওভার শেষ। উইকেটে রয়েছেন শনকা (১৮) এবং হাসরঙ্গ (১)।
শ্রীলঙ্কার জয়ের জন্য চাই ৫৫ বলে ৯৫ রান। ১০ করে হর্ষলের বলে আউট রাজাপক্ষ।
৯ ওভার শেষ, ২২ গজে রয়েছেন রাজাপক্ষ (৬) এবং শনকা (১)।
হর্ষলের বলে ২৮ রান করে আউট মেন্ডিস, শ্রীলঙ্কা ৪ উইকেটে ৫২।
৬ ওভার শেষ, ২২ গজে রয়েছেন মেন্ডিস (২০) এবং আশালঙ্কা (৪)।
৮ রান করে শিবমের বলে আউট ডি সিলভা। শ্রীলঙ্কা ২ উইকেটে ২৪ রান। ৪ ওভার শেষ।
৩ ওভার শেষ। উইকেটে রয়েছেন মেন্ডিস (১৪) এবং ডি সিলভা (শূন্য)।
অভিষেক ম্যাচে প্রথম ওভারেই উইকেট পেলেন শিবম। আউট হলেন নিশঙ্ক। শ্রীলঙ্কা ১২ রানে ১ উইকেট। ২ ওভার শেষ।
কুশল মেন্ডিসের ক্যাচ ছাড়লেন সঞ্জু স্যামসন। ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন তিনি। কিন্তু মাটিতে পড়ার সময় হাত থেকে বল বেরিয়ে যায়।
২০ ওভার শেষ। হুডা ৪১ এবং অক্ষর ৩১ রান করে অপরাজিত থাকলেন। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৬৩ রান।