বিরাট কোহলী। —ফাইল ছবি
ভাল শুরু করেও শততম টেস্টে বড় রান পেলেন না বিরাট কোহলী। ৪৫ রান করেই সাজঘরে ফিরতে হল তাঁকে। কোহলী বড় রান না পাওয়ায় হতাশ ক্রিকেটপ্রেমীরা। প্রাক্তন অধিনায়ক নিজে অবশ্য তা নিয়ে চিন্তিত নন।
শুক্রবার মোহালিতে লসিথ এমবুলদেনিয়ার হঠাৎ নিচু হয়ে যাওয়া বলে সাজঘরে ফিরতে হয় কোহলীকে। তা ছাড়া দীর্ঘ দিন ধরেই শতরান আসেনি কোহলীর ব্যাট থেকে। তবে কি সেরা ছন্দে নেই কোহলী?
এ সব নিয়ে ভাবছেনই না তিনি। এ দিন ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে জানালেন শততম টেস্ট খেলার অনুভূতি। পাশাপাশি পারফরম্যান্স নিয়েও কথা বললেন এই ব্যাটার। কোহলী বলেছেন, ‘‘মাঠে নামার সময় পেট গুড়গুড় করছিল। অভিষেক ম্যাচের মতোই চাপ অনুভব করছিলাম। আমাদের হয়তো কোথাও একটা মাইল ফলক স্পর্শ করার বা বাস্তবিক প্রাপ্তি নিয়ে আগ্রহ থাকে।’’ এ প্রসঙ্গেই বলেছেন, যত দিন ভাল খেলব তত দিন কত রান করলাম তা নিয়ে ভাবতে চাই না।
ভাল শুরু করেও বড় রান না পাওয়ায় হতাশ কোহলী। এ নিয়ে বলেছেন, ‘‘ভাল শুরু করার পরেও এমন হওয়ায় হতাশ লাগছে। ব্যাটার হিসেবে খারাপ তো লাগবেই। সব সময়ই চেষ্টা করি বড় ইনিংস খেলার। যাতে দল শক্তিশালী জায়গায় থাকতে পারে।’’
করোনা আবহের প্রভাব কি খেলায় পড়ছে? উড়িয়ে দেননি কোহলী। তিনি বলেছেন, ‘‘খেলা বা কাজ থেকে দূরে থাকা সহজ কথা নয়। তিন ধরনের ক্রিকেটে টানা খেলছি। সঙ্গে আইপিএল রয়েছে। তাও আমার শরীর এবং ফিটনেস যে অবস্থায় আছে, তাতে গর্ব অনুভব করি।’’