বিরাট কোহলী ফিরতে ভারতীয় সমর্থকদের মনোরঞ্জনের দায়িত্ব নিলেন ঋষভ পন্থ। ৯৭ বলে ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। ভারতীয় উইকেটরক্ষকের ব্যাট যে ঝড় তুলল তাতে ঋদ্ধিমান সাহার ফিরে আসার আশাটাও উড়ে গেল বলে মনে করছেন অনেকে। কিন্তু পন্থের শতরানটা যে হল না। লকমলের বলে বোল্ড হয়ে ক্রিজের সামনে হতাশ হয়ে যখন বসে আছেন পন্থ, তখন তাঁর জন্য মন খারাপ ভারতীয় সমর্থকদেরও।
মোহালিতে ভারতীয় সমর্থকরা। ছবি: টুইটার থেকে
টেস্টের প্রথম দিনেই উঠল ৩৫৭ রান। তবু মন খারাপ ভারতীয় সমর্থকদের। মাইলফলকের টেস্টের শুরু থেকেই আবেগ তৈরি হয়েছিল মোহালিতে। সেই সঙ্গে তৈরি হয়েছিল একাধিক আশা, যেগুলি পূরণ হল না।
রোহিত শর্মা প্রথম বার টেস্টে নেতৃত্ব দিতে নেমেছিলেন। কিন্তু মাত্র ২৯ রানেই থামতে হল তাঁকে। এক ওভারে দু’টি চার মারার পরেও পুল করতে গিয়ে আউট হলেন তিনি। বিরাট কোহলী মোহালিতে যে ভাবে খেলছিলেন তাতে তৈরি হয়েছিল বড় রানের আশা। কিন্তু ৪৫ রানে থেমে যান তিনি। অর্ধশতরানটাও হল না! আক্ষেপ ঝরছে সমর্থকদের মনে। বিরাট-ঘাতক লসিথ এমবুলদেনিয়ার বলটা হঠাৎ নিচু হয়ে যাওয়ায় বলের লাইন মিস করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাতেই শেষ হয়ে গেল বড় রানের আশা।
বিরাট কোহলী ফিরতে ভারতীয় সমর্থকদের মনোরঞ্জনের দায়িত্ব নিলেন ঋষভ পন্থ। ৯৭ বলে ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। ভারতীয় উইকেটরক্ষকের ব্যাট যে ঝড় তুলল তাতে ঋদ্ধিমান সাহার ফিরে আসার আশাটাও উড়ে গেল বলে মনে করছেন অনেকে। কিন্তু পন্থের শতরানটা যে হল না। লকমলের বলে বোল্ড হয়ে ক্রিজের সামনে হতাশ হয়ে যখন বসে আছেন পন্থ, তখন তাঁর জন্য মন খারাপ ভারতীয় সমর্থকদেরও।
টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম দিনেই সাড়ে তিনশোর উপর রান তুলে টেস্টে ভাল জায়গায় ভারত। তিন নম্বরে নেমে হনুমা বিহারী করেন ৫৮ রান। চেতেশ্বর পুজারার জায়গায় তাঁর উত্তরসূরি ভারত পেয়ে গেল কি না তা এখনই বলা সম্ভব নয়, তবে সেই ইঙ্গিত দিয়ে গেলেন বিহারী।
অজিঙ্ক রহাণের পরিবর্তে দলে এসেছেন শ্রেয়স আয়ার। ৪৮ বলে ২৭ রান করেন তিনি। দিনের শেষে ক্রিজে রয়েছেন ভারতের স্পিন জুটি। রবীন্দ্র জাডেজা অপরাজিত ৪৫ রানে। রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ১০ রানে। ভারতের রানকে শনিবার আরও এগিয়ে নিয়ে যেতে তাঁরাই ভরসা।