বোলারদের পর দাপট ভারতের ব্যাটারদের। ছবি: টুইটার।
১৮ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৪৯) এবং শ্রেয়স (২২)। জয়ের জন্য ৩২ ওভারে ভারতের দরকার ৩ রান।
১৭ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৪৬) এবং শ্রেয়স (১৮)। জয়ের জন্য ৩৩ ওভারে ভারতের দরকার ১০ রান।
১৬ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৪১) এবং শ্রেয়স (১৬)। জয়ের জন্য ৩৪ ওভারে ভারতের দরকার ১৫ রান।
১৫ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৩৬) এবং শ্রেয়স (১৫)। জয়ের জন্য ৩৫ ওভারে ভারতের দরকার ২৩ রান।
১৩ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৩৩) এবং শ্রেয়স (১৫)। জয়ের জন্য ৩৭ ওভারে ভারতের দরকার ২৬ রান।
১২ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৩২) এবং শ্রেয়স (৭)। জয়ের জন্য ৩৮ ওভারে ভারতের দরকার ৩৫ রান।
১০ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৩১) এবং ঈশান (৬)। ভারতের জয়ের জন্য ৪০ ওভারে দরকার ৪৭ রান।
৮ রান করে রান আউট হলেন ধাওয়ান। ৬.১ ওভারে ভারতের রান ১ উইকেটে ৪২।
৪ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (১৬) এবং ধাওয়ান (৬)।
জানসেনকে (১৪) আউট করলেন কুলদীপ। ১৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ।
নখিয়েকেও (০) আউট করলেন কুলদীপ। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৯৪ রান। কুলদীপের সামনে হ্যাটট্রিকের সুযোগ।
ফরটুইনকে (১) আউট করলেন কুলদীপ। দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৯৪ রান।
ক্লাসেনকে (৩৪) আউট করলেন শাহবাজ়। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৯৩ রান
মিলারকে (৯) আউট করলেন ওয়াশিংটন, দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬৬ রান
মার্করামকে (৯) আউট করলেন শাহবাজ়, দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৪৩ রান