Wriddhiman Saha

India vs South Africa: দক্ষিণ আফিকায় ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন ঋদ্ধি, নিজেই দিলেন সেই ছবি

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন রূপের খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে বাড়তি সতর্কতা নেওয়া জন্য কোহলীদের কোনও হোটেলে না রেখে একটি রিসর্টে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ২০:০৯
Share:

—ফাইল চিত্র

২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। তার আগে ছেলে অনভয়ের সঙ্গে সময় কাটাতে দেখা গেল ঋদ্ধিমান সাহাকে। রবিবার ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ঋদ্ধি।

সেই ছবির উপরে ঋদ্ধি লেখেন, ‘দক্ষিণ আফ্রিকার রিসর্টে দারুণ সময় কাটাচ্ছি আমার পুচকের সঙ্গে।’ দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন রূপ ওমিক্রনের খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে বাড়তি সতর্কতা নেওয়ার জন্য বিরাট কোহলীদের কোনও হোটেলে না রেখে একটি রিসর্টে রাখা হয়েছে। সেই রিসর্ট থেকেই ছবি পোস্ট করেছেন ঋদ্ধি। সেখানে দেখা যাচ্ছে সবুজ ঘাসের উপর ছেলের পাশে ঋদ্ধি।

Advertisement

পরের রবিবার থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। তিন ম্যাচের সিরিজে ঋদ্ধিমান ছাড়াও দলে রয়েছেন ঋষভ পন্থ। প্রথম দলে জায়গা পাওয়া নিয়ে এই দুই উইকেটরক্ষকের মধ্যে লড়াই চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement