James Anderson

James Anderson: দিন-রাতের টেস্টে বিপর্যস্ত ইংল্যান্ড, তবে ‘সেঞ্চুরি’ করে ফেললেন জেমস অ্যান্ডারসন

গত দু’দশক ধরেই একের পর এক নজির গড়ে চলেছেন জেমস অ্যান্ডারসন। নামের পাশে যাঁর ৬৩৪টি উইকেট রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৮:১৬
Share:

নজির অ্যান্ডারসনের। ছবি রয়টার্স

গত দু’দশক ধরেই একের পর এক নজির গড়ে চলেছেন জেমস অ্যান্ডারসন। নামের পাশে যাঁর ৬৩৪টি উইকেট রয়েছে। টেস্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। পেসার হিসেবে সর্বোচ্চ। সেই অ্যান্ডারসনই আবার নতুন রেকর্ড করলেন। তবে বল হাতে নয়, এ বার ব্যাট হাতে।

Advertisement

অ্যাডিলেডে তৃতীয় দিনেই হয় এই নজির। ইংল্যান্ড ২৩৬ রানে অলআউট হয়ে গেলেও অপরাজিত থেকে যান ১১ নম্বরে নামা অ্যান্ডারসন। সেই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ১০০ বার অপরাজিত থাকার নজির গড়লেন তিনি। তাঁর ধারেকাছেও এখন কেউ নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন জোরে বোলার কোর্টনি ওয়ালশ। তিনি ৬১ বার অপরাজিত ছিলেন।

শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলীধরন ৫৬ বার অপরাজিত ছিলেন। তালিকায় তিনি তৃতীয়। ইংল্যান্ডের প্রাক্তন বোলার বব উইলিস চতুর্থ স্থানে। তিনি ৫৫ বার অপরাজিত ছিলেন।

Advertisement

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে কার্যত হারের মুখে ইংল্যান্ড। শেষ দিনে ৩৮৬ রান তুলতে হবে তাদের। হাতে মাত্র ৬ উইকেট। অধিনায়ক জো রুট-সহ প্রথম সারির ব্যাটাররা সাজঘরে ফিরে গিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement