বিরক্ত কোহলী। —ফাইল চিত্র
একটি আউট নাকচ হতেই ভারতের ক্রিকেটাররা স্টাম্প মাইকের উপর ঝুঁকে পড়ে যে ভাবে অভিযোগ জানাতে থাকলেন তা দেখে বোঝা গিয়েছে ওঁরা খুব চাপে আছেন। এমনটাই মত দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডার। ডিন এলগাররা ভারতকে বিরক্ত করে দিয়েছিলেন বলেও মত তাঁর।
তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২১তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল এলগারের পায়ে লাগে। মাঠের আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তার পরেই ভারতীয় ক্রিকেটারদের স্টাম্প মাইকে ঝুঁকে অভিযোগ জানাতে দেখা যায়। রাবাডা বলেন, “এই ধরনের আচরণ প্রমাণ করে ওরা বিরক্ত হয়ে গিয়েছিল। বিপক্ষ দল সেটার সুযোগ নেয়। কখনোই খুব বেশি আবেগ প্রকাশ করে ফেলা উচিত নয়। তবে আমরা দেখলাম মাঠে আবেগ খুব বেশি ছিল। এটা বলে দেয় যে ওরা চাপ অনুভব করছে। আমাদের জন্য একটা ভাল জুটি তৈরি হয়েছিল এলগার এবং পিটারসেনের মধ্যে। সেই জুটিটা ওরা ভাঙতে চাইছিল। সেটাই প্রকাশ হয়ে গিয়েছে সেই সময়। তবে দিনের শেষে সব কিছুই পাল্টে যায়। ওটা সাময়িক আবেগের বহিঃপ্রকাশ।”
রাবাডা জানিয়ে দেন ডিআরএস নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই। তিনি বলেন, “আমরা ডিআরএস-কে বিশ্বাস করি। সারা বিশ্বে বিভিন্ন সময় ক্রিকেটে এর উপকারিতা দেখা গিয়েছে।”
দক্ষিণ আফ্রিকার আর ১১১ রান বাকি ম্যাচ জিততে। হাতে রয়েছে ৮ উইকেট। রাবাডা বলেন, “আমার মনে হয় দু’টি দলই এখনও জেতার জায়গায় রয়েছে। সকালবেলা আমরা যদি ৬০ রানের একটি জুটি গড়তে পারি তা হলে অনেকটাই সুবিধা হবে। দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং করা খুব সহজ নয়। কঠিন হবে, তবে দল হিসাবে আমরা ঠিক করে দেখাতে পারব।” পিচ এখনও বোলারদের সাহায্য করছে বলেই মনে করছেন তিনি।