লোভনীয় খাবার খেলেন কোহলীরা ফাইল ছবি
সারা দিন বৃষ্টির কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিন একটিও বল খেলা হল না। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সারা দিন সাজঘরে নিজেদের মধ্যে গল্প এবং আলোচনা করেই কাটালেন বিরাট কোহলীরা। তাঁদের জন্য মধ্যাহ্নভোজে হাজির ছিল লোভনীয় খাবার। সেই খাবারের তালিকা টুইটারে প্রকাশ হওয়ামাত্রই ভাইরাল হয়েছে।
কী ছিল কোহলীদের খাবারের তালিকায়? টুইটারে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ব্রকোলি স্যুপ, চিকেন চেত্তিনাদ, হলুদ ডাল, ল্যাম্ব চপ, নিরামিষ কড়াই, পনীর টিক্কার মতো একাধিক উপাদেয় খাবার ছিল। কোহলীদের খাবার বেশ পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে।
ছবি টুইটার
সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় সেঞ্চুরিয়নে। সারা দিন ধরে বৃষ্টি চলে। মাঝে বৃষ্টি থামলেও কিছুক্ষণ পরেই ফের শুরু হয়ে যায়। বিকেলের পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়ে। প্রায় চার ঘণ্টা অপেক্ষা করার পরে বাধ্য হয়ে খেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার নির্ধারিত সময়েই (ভারতীয় সময় দুপুর দেড়টা) শুরু হবে তৃতীয় দিনের খেলা। সারা দিনে ৯৮ ওভার খেলা হওয়ার কথা। সময় ও আলো থাকলে এক ঘণ্টা বেশি খেলানোর পরিকল্পনা রয়েছে। তবে সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। দ্বিতীয় দিন যে ভাবে সারা দিন বৃষ্টি হয়েছে তাতে মাঠ ভিজে থাকবে। ফলে বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে সময় লাগবে। এখন দেখার বৃষ্টি কখন থামে। নইলে কোপ পড়তে পারে তৃতীয় দিনের খেলাতেও।