KL Rahul

India Vs South Africa 2021-22: সেঞ্চুরিয়নে নিজের ব্যাটিং দেখে নিজেই অবাক হয়ে গিয়েছেন রাহুল, কেন?

প্রথম দিনের শেষে তিন উইকেটে ৩৭২ রান ভারতের। ১২২ রানে ব্যাট করছেন রাহুল। দ্বিতীয় দিনে আরও বড় রান করার লক্ষ্য রয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৭:১৮
Share:

নিজের ব্যাটিং নিয়ে কী বললেন রাহুল ছবি: টুইটার থেকে।

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম দিন তাঁর ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। কিন্তু তিনি নিজেই নাকি নিজের ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছেন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরে এমনটাই জানালেন ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুল

Advertisement

প্রথম দিনের খেলা শেষে বিসিসিআই টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘‘আমাদের প্রস্তুতি খুব ভাল ছিল। সবাই ধৈর্য ধরে ব্যাট করেছে। আমি ব্যাট করতে নেমে নিজের লক্ষ্য ঠিক রাখার চেষ্টা করছিলাম। আমার মনোযোগ দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আমি বল দেখে খেলার চেষ্টা করছিলাম। প্রথম দিন দল ভাল জায়গায় শেষ করতে পেরেছে। এতেই আমি খুব খুশি।’’

বিদেশের মাটিতে শতরান সব সময় খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাহুল। তিনি বলেন, ‘‘প্রতিটি শতরান খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেটা যদি বিদেশের মাটিতে আসে। শতরান করার সময় আপনার মনে অনেক কিছু চলে। ৬-৭ ঘণ্টা এক টানা ব্যাট করার মধ্যে একটা তৃপ্তি থাকে। ভাল শুরু করার পরে আমি নিজের ব্যাটিং উপভোগ করি। বেশি দূরের কথা ভাবি না।’’

Advertisement

প্রথম দিনের শেষে তিন উইকেটে ৩৭২ রান ভারতের। ১২২ রানে ব্যাট করছেন রাহুল। দ্বিতীয় দিনে আরও বড় রান করার লক্ষ্য রয়েছে তাঁর। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু করা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement