ছবি: এএফপি।
এক দিনের ক্রিকেটের নিয়ম অনুযায়ী দুই দলকে অন্তত ২০ ওভার খেলতেই হবে। তা না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। শনিবার তাই পাকিস্তানের ইনিংস রাত ১০টা ২৭ মিনিটের মধ্যে শুরু করতেই হবে। না হলে ২০ ওভার খেলা হওয়া সম্ভব নয়। সেই কারণে ওই সময়ের মধ্যে খেলা শুরু না হলে খেলা বাতিল বলে ঘোষণা করা হবে।
টস জিতে প্রথমে ব্যাট করেছিল ভারত। ২৬৬ রান তোলে তারা। সেই ইনিংসের মাঝেও বৃষ্টি হয়েছিল। ভারত যদিও শেষ পর্যন্ত ৫০ ওভার ব্যাট করেছিল। কিন্তু পাকিস্তানের ইনিংস শুরু করা যায়নি। বৃষ্টি পড়েই চলেছে। মাঝে কয়েক বার বৃষ্টি থামলেও খেলা শুরু করার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। এমন অবস্থায় সময় কমতে থাকে। সঙ্গে ওভারও। খেলা শুরু করার জন্য শেষ সময় ঘোষণা করা হয় ১০টা ২৭ মিনিট। ওই সময়ের মধ্যে খেলা শুরু না করে গেলে ম্যাচ বাতিল করে দেওয়া হবে বলে জানানো হয়।
ভারত-পাকিস্তান ম্যাচে শুরু থেকেই বৃষ্টির আশঙ্কা ছিল। তার পরেও টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। খেলার পঞ্চম ওভারেই বৃষ্টি শুরু হয়। তখন কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। দ্বিতীয় বার ভারতের ইনিংসের মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে। ভারত ২৬৬ রানে অল আউট হয়ে যাওয়ার পরে তৃতীয় বারের জন্য বৃষ্টি শুরু হয়। শেষ বার বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে।
বৃষ্টির কারণে ওভার যে কমবে তা বোঝাই যাচ্ছিল। হিসাবে অনুযায়ী, পাকিস্তান যদি ৪৫ ওভার ব্যাট করে তা হলে তাদের ২৫৪ রান করতে হবে। ওভার কমে ৪০ ওভার হলে বাবর আজ়মদের করতে হবে ২৩৯ রান। যদি খেলা ৩০ ওভারের হয় তা হলে পাকিস্তানকে করতে হবে ২০৩ রান। আর যদি বাবরেরা ২০ ওভার ব্যাট করার সুযোগ পান তা হলে ১৫৫ রান করতে হবে পাকিস্তানকে। খেলা শেষ হওয়ার জন্য পাকিস্তানকে অন্তত ২০ ওভার ব্যাট করতেই হবে।