ব্যাট করছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি
সারা দিনে কোনও উইকেট ফেলতে পারল না ভারত।
দুই ওপেনার মিলেই এগিয়ে নিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের ইনিংস। এখনও অবধি তাঁদের ফেরাতে পারলেন না অশ্বিনরা।
ক্রিজে জমে গিয়েছেন দুই কিউয়ি ওপেনার টম লাথাম (অপরাজিত ২৫ রানে) এবং উইল ইয়ং (অপরাজিত ৫৮ রানে)।
কোনও উইকেট ফেলতে পারল না ভারত। প্রায় একটা সেশন খেলে ফেললেন কিউয়ি ওপেনাররা।
প্রথম দশ ওভারে উঠে ছিল ১৮ রান। পরের ১০ ওভারে উঠল ৩০ রান। ক্রিজে রয়েছেন দুই কিউয়ি ওপেনার।
কানপুরে ব্যাট করতে নামল নিউজিল্যান্ড। ১০ ওভারে ১৮ তুললেন দুই ওপেনার। এখনও অবধি কোনও উইকেট পাননি অশ্বিনরা।
শ্রেয়সের শতরানের দাপটে কানপুরে ৩৪৫ রান তুলল ভারত। বড় রানের স্বপ্নে ধাক্কা দিলেন টিম সাউদি। একাই নিলেন পাঁচ উইকেট। তিন উইকেট নেন জেমিসন। দু'টি উইকেট নিয়েছেন আজাজ পটেল।
আজাজ পটেলের বলে বোল্ড হলেন অশ্বিন। স্টেপ আউট করে মারতে গিয়ে আউট হলেন তিনি। ৫৬ বলে ৩৮ রান করলেন শ্রেয়স।
শ্রেয়স শতরান করলেও, দ্বিতীয় দিনের শুরুতেই চার উইকেট হারাল ভারত। সৌজন্যে টিম সাউদি।
ক্রিজে রয়েছেন অশ্বিন (অপরাজিত ৩১ রান) এবং উমেশ (অপরাজিত ০ রান)।
পাঁচ উইকেট নিলেন সাউদি। অক্ষর পটেলকেও ফেরালেন তিনি। শ্রেয়স ফিরতেই ভারতের রানের গতিতে ধাক্কা খেল।
প্রথম ইনিংসে তিনশো রানের গণ্ডি পার করল ভারত। ক্রিজে শ্রেয়স এবং অশ্বিন।
১৬তম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেকে শতরানের সঙ্গে দশম ভারতীয় হিসেবে ঘরের মাঠে অভিষেকে শতরানের নজিরও গড়লেন শ্রেয়স।
অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট পাতলেন ঋদ্ধি। দ্বিতীয় দিন দ্বিতীয় উইকেট তুলে নিলেন সাউদি। মাত্র ১ রান করলেন ঋদ্ধি।
জেমিসনের বলে দু'রান নিয়ে শতরান করলেন শ্রেয়স। অভিষেক ম্যাচে শতরান করলেন তিনি।
জাডেজা ফিরতে মাঠে নামলেন ঋদ্ধিমান সাহা। শ্রেয়স অপরাজিত ৮৫ রানে।
টিম সাউদির বলে বোল্ড জাডেজা। ১১২ বলে ৫০ রান করে আউট হলেন তিনি। ভেঙে গেল শ্রেয়সের সঙ্গে তাঁর ১২১ রানের জুটি।