Shreyas Iyer

প্রথম ইনিংসে ৩৪৫ রান তুলল ভারত, জবাবে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১২৯/০

কানপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজিঙ্ক রহাণে। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে ভারত। অভিষেক ম্যাচেই অর্ধশতরান শ্রেয়সের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ০৯:১০
Share:

ব্যাট করছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৬:৩১ key status

দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১২৯

সারা দিনে কোনও উইকেট ফেলতে পারল না ভারত।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৬:০৩

৫০ ওভার | নিউজিল্যান্ড ১২২/০

দুই ওপেনার মিলেই এগিয়ে নিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের ইনিংস। এখনও অবধি তাঁদের ফেরাতে পারলেন না অশ্বিনরা।

Advertisement
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৪:৫১

৩০ ওভার | নিউজিল্যান্ড ৮৬/০

ক্রিজে জমে গিয়েছেন দুই কিউয়ি ওপেনার টম লাথাম (অপরাজিত ২৫ রানে) এবং উইল ইয়ং (অপরাজিত ৫৮ রানে)।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৪:৩০

চা-বিরতি | ২৬ ওভার | নিউজিল্যান্ড ৭২/০

কোনও উইকেট ফেলতে পারল না ভারত। প্রায় একটা সেশন খেলে ফেললেন কিউয়ি ওপেনাররা।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৩:৫৬

২০ ওভার | নিউজিল্যান্ড ৪৮/০

প্রথম দশ ওভারে উঠে ছিল ১৮ রান। পরের ১০ ওভারে উঠল ৩০ রান। ক্রিজে রয়েছেন দুই কিউয়ি ওপেনার।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৩:১৭

১০ ওভার | নিউজিল্যান্ড ১৮/০

কানপুরে ব্যাট করতে নামল নিউজিল্যান্ড। ১০ ওভারে ১৮ তুললেন দুই ওপেনার। এখনও অবধি কোনও উইকেট পাননি অশ্বিনরা।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১২:২৪ key status

৩৪৫ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

শ্রেয়সের শতরানের দাপটে কানপুরে ৩৪৫ রান তুলল ভারত। বড় রানের স্বপ্নে ধাক্কা দিলেন টিম সাউদি। একাই নিলেন পাঁচ উইকেট। তিন উইকেট নেন জেমিসন। দু'টি উইকেট নিয়েছেন আজাজ পটেল।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১২:১৪

আউট অশ্বিন

আজাজ পটেলের বলে বোল্ড হলেন অশ্বিন। স্টেপ আউট করে মারতে গিয়ে আউট হলেন তিনি। ৫৬ বলে ৩৮ রান করলেন শ্রেয়স।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১১:৪২ key status

মধ্যাহ্নভোজ | ১০৯ ওভার | ভারত ৩৩৯/৮

শ্রেয়স শতরান করলেও, দ্বিতীয় দিনের শুরুতেই চার উইকেট হারাল ভারত। সৌজন্যে টিম সাউদি।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১১:১৪

১০৫ ওভার | ভারত ৩২৭/৮

ক্রিজে রয়েছেন অশ্বিন (অপরাজিত ৩১ রান) এবং উমেশ (অপরাজিত ০ রান)।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১১:১৪

আউট অক্ষর

পাঁচ উইকেট নিলেন সাউদি। অক্ষর পটেলকেও ফেরালেন তিনি। শ্রেয়স ফিরতেই ভারতের রানের গতিতে ধাক্কা খেল।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১০:৫৬

আউট শ্রেয়স

১৭১ বলে ১০৫ রান করে ফিরলেন শ্রেয়স।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১০:২৮ key status

ভারতের তিনশো রান পার

প্রথম ইনিংসে তিনশো রানের গণ্ডি পার করল ভারত। ক্রিজে শ্রেয়স এবং অশ্বিন।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১০:২৪

ঘরের মাঠে দশম ব্যাটার হিসেবে অভিষেকে শতরান

১৬তম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেকে শতরানের সঙ্গে দশম ভারতীয় হিসেবে ঘরের মাঠে অভিষেকে শতরানের নজিরও গড়লেন শ্রেয়স।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১০:১৫

আউট ঋদ্ধি

অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট পাতলেন ঋদ্ধি। দ্বিতীয় দিন দ্বিতীয় উইকেট তুলে নিলেন সাউদি। মাত্র ১ রান করলেন ঋদ্ধি।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১০:১১ key status

শ্রেয়সের শতরান

জেমিসনের বলে দু'রান নিয়ে শতরান করলেন শ্রেয়স। অভিষেক ম্যাচে শতরান করলেন তিনি।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ০৯:৫০ key status

৮৮ ওভার | ভারত ২৭২/৫

জাডেজা ফিরতে মাঠে নামলেন ঋদ্ধিমান সাহা। শ্রেয়স অপরাজিত ৮৫ রানে। 

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ০৯:৪৭ key status

আউট জাডেজা

টিম সাউদির বলে বোল্ড জাডেজা। ১১২ বলে ৫০ রান করে আউট হলেন তিনি। ভেঙে গেল শ্রেয়সের সঙ্গে তাঁর ১২১ রানের জুটি।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ০৯:১০

দ্বিতীয় দিনে লক্ষ্য বড় রান

প্রস্তুতি নিচ্ছে ভারত

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ০৯:০৯

ক্রিজে শ্রেয়স, জাডেজা

দ্বিতীয় দিন ভারতের হয়ে মাঠে নামছেন শ্রেয়স আয়ার এবং রবীন্দ্র জাডেজা। অভিষেক ম্যাচ খেলতে নেমেই অর্ধশতরান করেছেন শ্রেয়স। ৭৫ রানে অপরাজিত রয়েছেন তিনি। ৫০ রান করে অপরাজিত রয়েছেন জাডেজা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement