হার্দিক পাণ্ড্য। ছবি: টুইটার থেকে
ভারতের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিতে খুশি হার্দিক পাণ্ড্য। আয়ারল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারানোর পর হার্দিক বলেন, ‘‘জয় দিয়ে শুরু করতে পারা সবসময়ই গুরুত্বপূর্ণ।’’
উমরান মালিকের অভিষেক হলেও মাত্র এক ওভার বল করিয়েছেন হার্দিক। সেই ওভারে তরুণ জোরে বোলার দিয়েছেন ১৪ রান। তেমন কার্যকর বোলিং করতে পারেননি আইপিএলে নজরকাড়া উমরান। হার্দিক বলেছেন, ‘‘প্রথম ওভারের পর ওর সঙ্গে কথা বলেছি। ও পুরনো বলে বেশি স্বচ্ছন্দ। আয়ারল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করছিল। তাই ওকে পরে আবার আক্রমণে আনার সুযোগ হয়নি। ও আরও সুযোগ পাবে।’’
হার্দিক প্রশংসা করেছেন আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টরের। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘দারুণ ব্যাট করল। কয়েকটা শট তো দুর্দান্ত। আশা করব হ্যারি আরও উন্নতি করবে এবং আয়ারল্যান্ডের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।’’
প্রতিকূল পরিস্থিতিতেও বল হাতে নজর কেড়েছেন যুজবেন্দ্র চহাল। ৩ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। চহাল বলেছেন, ‘‘এই পরিবেশে বল করা বেশ কঠিন। খুব ঠান্ডা। নিজেকে ফিঙ্গার স্পিনার মনে হচ্ছিল। কিন্তু পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে।’’ এর পর হাসতে হাসতে মজা করে বলেন, ‘‘হার্দিকের নেতৃত্বেও আমরা খুব ঠান্ডা রয়েছি। আমাকে তিনটে সোয়েটার পরতে হয়েছে।’’