রোহিত শর্মা। —ফাইল চিত্র।
বর্ডার-গাওস্কর ট্রফি ১-৩ ব্যবধানে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে আগেই ছিটকে গিয়েছে ভারত। সেই হারের ধাক্কা এ বার লাগল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ক্রমতালিকাতেও। তৃতীয় স্থানে নেমে গেলেন রোহিত শর্মারা। অথচ অস্ট্রেলিয়া সফর শুরুর সময় শীর্ষে ছিল ভারত।
২০১৪-১৫ মরসুমের পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় জিততে পারেনি ভারত। এক দশক পর হাতছাড়া হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। ভারতীয় দলের হাতছাড়া হল আইসিসির টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানও। ভারতের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়ের সুবাদে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের রেটিং পয়েন্ট ১২৬। পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ় হারানো দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে। টেম্বা বাভুমাদের রেটিং পয়েন্ট ১১২। প্রথম দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তৃতীয় স্থানে রয়েছেন রোহিতেরা। ভারতের রেটিং পয়েন্ট ১০৯। দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার আগে পর্যন্ত ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিল ভারত। পাকিস্তানকে কেপ টাউন টেস্টে ১০ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রোটিয়ারা।
ক্রমতালিকায় চতুর্থ স্থানে ইংল্যান্ড। বেন স্টোকসদের রেটিং পয়েন্ট ১০৬। পঞ্চম স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ৯৬। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৮৭। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও ক্রমতালিকায় সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। শান মাসুদের দলের রেটিং পয়েন্ট ৮৩। ওয়েস্ট ইন্ডিজ় রয়েছে অষ্টম স্থানে। তাদের রেটিং পয়েন্ট ৭৫। নবম স্থানে রয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের রেটিং পয়েন্ট ৬৫। ক্রমতালিকায় ১০ নম্বরে থাকা আয়ারল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬। ১১ নম্বরে রয়েছে জ়িম্বাবোয়ে। তাদের রেটিং পয়েন্ট ৪। ১২ নম্বরে আফগানিস্তান। রশিদ খানদের রেটিং পয়েন্ট শূন্য।