BGT 2024-25

মেলবোর্নে ভারতীয় দলে এক বদল, কার জায়গায় কে এলেন? রোহিত কি ওপেন করবেন?

মেলবোর্ন টেস্টে একটি বদল হল ভারতীয় দলে। বৃহস্পতিবার টসে হারার পর সে কথা জানালেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এটাও জানালেন, তিনিও টসে জিতলে আগে ব্যাট করতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৫:০৯
Share:

ভারতের টেস্ট দল। — ফাইল চিত্র।

মেলবোর্ন টেস্টে একটি বদল হল ভারতীয় দলে। বৃহস্পতিবার টসে হারার পর সে কথা জানালেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, শুভমন গিল মেলবোর্নে খেলছেন না। তাঁর জায়গায় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর। অতিরিক্ত একজন স্পিনার নিয়ে খেলতে চলেছে ভারত। কারণ দলে ইতিমধ্যেই রবীন্দ্র জাডেজা রয়েছেন।

Advertisement

এ দিন টসের পর রোহিত জানিয়েছেন, শুভমনকে খেলানো হচ্ছে না চতুর্থ টেস্ট। তার জায়গায় বাড়তি স্পিনার এবং অলরাউন্ডার হিসাবে ওয়াশিংটনকে নেওয়া হয়েছে। এই ইঙ্গিত আগের দিনই পাওয়া গিয়েছিল। রোহিত এটাও জানিয়েছেন, ব্যাটিং অর্ডারে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আগের দু’টি টেস্টে ছ’নম্বরে খেললেও মেলবোর্নে রোহিত ফিরছেন ওপেনিংয়েই। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন তিনি।

বাকি ব্যাটিং অর্ডার কী হবে তা নিয়ে অবশ্য জল্পনা রয়েছে। কেএল রাহুল সম্ভবত তিন নম্বরে খেলবেন। তার পর বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা এবং নীতীশ রেড্ডি। এর পর নামতে পারেন ওয়াশিংটন।

Advertisement

বৃহস্পতিবার টসে হেরে রোহিত বলেন, “আমরাও টসে জিতলে আগে ব্যাট করতাম। উইকেট দেখে খুবই ভাল লাগছে। সিরিজ় আপাতত ১-১। খেলার জন্য অনেক কিছু পড়ে রয়েছে। দল হিসাবে আমরা কেমন সেটা দেখানোর একটা ভাল জায়গা রয়েছে। সামনে যা-ই থাকুক না কেন সেটা লড়াই করে আদায় করতে হবে আমাদের। একটা নতুন দিন শুরু হচ্ছে। আমরা উত্তেজনা নিয়ে সামনে তাকিয়ে আছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement