যশপ্রীত বুমরা। ছবি: সমাজমাধ্যম।
৮৬ ওভার খেলা হল প্রথম দিনে। অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। বুমরার তিন উইকেট লড়াইয়ে রেখেছে ভারতকে।
নতুন বলে প্রথম বার বল করতে এসেই উইকেট আকাশ দীপের। খোঁচা দিয়ে ফিরলেন ক্যারে।
পঞ্চম উইকেট পড়ার পর আবার খেলা ধরে ফেলেছে অস্ট্রেলিয়া। ৪৬ রানের জুটি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ৮০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৯২/৫।
বুমরার বল হেডের স্টাম্প ভেঙে দিল। কোনও রান না করেই ফিরলেন তিনি।
ওয়াশিংটনের বলে এগিয়ে গিয়ে কভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন লাবুশেন। ক্যাচ ধরলেন কোহলি।
দু’টি সেশনেই দেখা গেল অস্ট্রেলিয়ার দাপট। মেলবোর্নে দ্বিতীয় সেশনে ভারতের প্রাপ্তি শুধু খোয়াজার উইকেট।
বুমরার বলে মিড অনের উপর দিয়ে মারতে গিয়েছিলেন খোয়াজা। বল লাগে ব্যাটের একদম নীচে। কেএল রাহুল সহজ ক্যাচ নিলেন।
ভারতের বিরুদ্ধে আবার ফর্মে খোয়াজা। মেলবোর্নে অর্ধশতরান করলেন অস্ট্রেলিয়ার আর এক ওপেনারও।
মধ্যাহ্নভোজের পরেও দাপটের সঙ্গে খেলে চলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। ভারতীয় বোলারেরা এখনও সাফল্য পাননি।
কনস্টাসকে ফেরালেও ভারতীয় বোলারেরা আর সাফল্য পাচ্ছেন না। ক্রিজ়ে খোয়াজা ৩৫ এং লাবুশেন ১২ রানে।
ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন জাডেজা। কনস্টাসকে (৬০) ফেরালেন তিনি।
কে বলবে প্রথম টেস্ট খেলতে নেমেছেন। ৫২ বলে ৫০ করে ফেললেন কনস্টাস। শাসন করছে ভারতীয় বোলারদের।
প্রথম টেস্ট খেলতে নামলেও এখনও পর্যন্ত ভয়ডরহীন ব্যাট করছেন কনস্টাস। বুমরাকে ‘স্কুপ’ শটে একটি চার এবং দুটি ছয় মারলেন।
সিরাজকে তুলে মারতে গিয়ে মিস্ করেন কনস্টাস। তা দেখে তরুণ ক্রিকেটারকে বেশ কিছু কথা বললেন সিরাজ। কনস্টাস তাতে পাত্তা দিলেন না। ভারত-অস্ট্রেলিয়ার কথার যুদ্ধ বজায় মেলবোর্নেও। অস্ট্রেলিয়া ৬ ওভারে ৯-০।
তৃতীয় ওভারেই চামচের মতো করে বুমরাকে স্কুপ শট মারতে গিয়েছিলেন অভিষেককারী স্যাম কনস্টাস। বুমরা এবং উল্টো দিকে থাকা উসমান খোয়াজা হেসে ফেললেন।
মেলবোর্নে আগের দু’টি টেস্টেই জিতেছে ভারত। ২০১১ সালের পর থেকে এই মাঠে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া।