Crime

সন্তান জন্ম দিতে না-পারলে আরও একটি বিয়ে করবেন, স্ত্রীকে হুঁশিয়ারি দিতেই খুন হলেন স্বামী

পুলিশ সূত্রে খবর, সন্তান নিয়ে স্ত্রীকে প্রায়ই খোঁটা দিতেন বলিরাম মাঁঝি নামে ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৫
Share:

স্বামীকে কুপিয়ে খুন স্ত্রীর। প্রতীকী ছবি।

সন্তান জন্ম দিতে না-পারলে তিনি আরও একটি বিয়ে করবেন। স্ত্রীকে এই হুঁশিয়ারি দেওয়াই কাল হল স্বামীর। শেষমেশ স্ত্রীর হাতেই খুন হতে হল তাঁকে। ঘটনাটি ছত্তীসগঢ়ের সরগুজা জেলার। স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সন্তান নিয়ে স্ত্রীকে প্রায়ই খোঁটা দিতেন বলিরাম মাঁঝি নামে ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। কিন্তু বুধবার সেই অশান্তি চরমে ওঠে। স্বামী-স্ত্রী দু’জনে একসঙ্গে মদ্যপান করছিলেন। সেই সময় বলিরাম তাঁর স্ত্রীকে আবার সন্তান নিয়ে খোঁটা দেন বলে অভিযোগ। স্বামীর মুখে আবার দ্বিতীয় বিয়ের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন মহিলা। অভিযোগ, তার পরই বলিরামকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন। তার পর বাড়ি ছেড়ে পালিয়ে যান মহিলা।

বলিরামের সাড়াশব্দ না পেয়ে তাঁরই এক আত্মীয় বাড়িতে আসেন। দৃশ্য দেখে তিনি চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করেন। দেখা যায়, বলিরামের নিথর দেহ বারন্দায় পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে। তাঁর স্ত্রীকে কাছেপিঠে কোথাও দেখা যায়নি। প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। বলিরামের স্ত্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

সরগুজার পুলিশ সুপার অমূলক সিংহ ধিলোঁ জানিয়েছেন, খুনের অস্ত্র উদ্ধার হয়েছে। বলিরামের স্ত্রীর খোঁজ চলছে। তিন বছর আগে বিয়ে হয়েছিল বলিরামের। সন্তান না-হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement