গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিতে রওনা দিলেন গৌতম গম্ভীর। পার্থে প্রথম টেস্টের পর ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের কোচ। মঙ্গলবার অ্যাডিলেডে রোহিত শর্মাদের সঙ্গে যোগ দেবেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে দু’দিনের প্রস্তুতি ম্যাচে ভারতের সাজঘরে ছিলেন না গম্ভীর। তিনি তখন ছিলেন ভারতে। তবে অস্ট্রেলিয়ায় থাকা দলের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ ছিল তাঁর। ফোনে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ব্যক্তিগত প্রয়োজনে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের পর দেশে ফেরা পূর্বনির্ধারিত ছিল গম্ভীরের। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আগেই অনুমতি নিয়ে রেখেছিলেন তিনি। পার্থ টেস্ট শেষ হওয়ার পর দেশে ফেরার আগে দলের প্রস্তুতির দায়িত্ব তিনি দিয়ে এসেছিলেন অন্যতম সহকারী কোচদের। অ্যাডিলেড টেস্ট শুরুর আগেই অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল গম্ভীরের। সেই মতো সোমবার তিনি অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন।
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। এই টেস্ট হবে দিন-রাতের। খেলা হবে গোলাপি বলে। এমন ম্যাচের আগে কিছুটা আলাদা প্রস্তুতি প্রয়োজন। ম্যাচের আগে গম্ভীর দলকে প্রস্তুত করার তিন দিন সময় পাবেন। প্রথম টেস্ট ২৯৫ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।