India vs England 2024

‘হিরো হতে যেয়ো না’, রাঁচী টেস্টের মাঝে সরফরাজ়‌কে কেন এমন কথা বললেন রোহিত?

রাঁচী টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন সরফরাজ় খানের উপরে রেগে গেলেন রোহিত শর্মা। সতীর্থ সরফরাজ়‌ খানকে নির্দেশ দিলেন বেশি সাহস না দেখাতে। কেন এমন বললেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৪
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

রাঁচী টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন সরফরাজ় খানের উপরে রেগে গেলেন রোহিত শর্মা। সতীর্থকে নির্দেশ দিলেন বেশি সাহস না দেখাতে। রবিবার এই ঘটনা ঘটেছে। সরফরাজ় অবশ্য বাধ্য ছাত্রের মতোই রোহিতের কথা মেনে নিয়েছেন। কোনও তর্কের রাস্তায় যাননি।

Advertisement

ইংল্যান্ডের ইনিংসের শেষ দিকে সরফরাজ়‌কে ব্যাটারের কাছাকাছি ফিল্ডিং করার নির্দেশ দিয়েছিলেন রোহিত। সেই মতো সিলি পয়েন্টের কাছে ফিল্ডিং করতে আসেন সরফরাজ়‌। কিন্তু হেলমেট বা গার্ড ছাড়াই দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। সেটা দেখেই মেজাজ ঠিক রাখতে পারেননি রোহিত। সরফরাজ়‌ের উদ্দেশে বলে ওঠেন, ‘আরে ভাই, বেশি হিরো সাজতে যেয়ো না।’ সরফরাজ় সঙ্গে সঙ্গে মেনে নেন তিনি ভুল করেছেন।

ব্যাটারের সামনে কোনও ফিল্ডার দাঁড়ালে সাধারণত হেলমেট এবং শিন প্যাড পরেই দাঁড়াতে দেখা যায়। না হলে বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। রোহিতের নির্দেশ দেখে সরফরাজ় ছুটে যান ডাগআউটের দিকে। সেখানে হেলমেট হাতে দাঁড়িয়েছিলেন কেএস ভরত। সরফরাজ় গিয়ে তাঁর হাত থেকে হেলমেট নিয়ে নির্দিষ্ট জায়গায় ফিল্ডিং করতে দাঁড়ান।

Advertisement

উল্লেখ্য, সরফরাজ়ের অভিষেকের দিন তাঁর বাবাকে ভারত অধিনায়ক রোহিত বলেছিলেন, “আপনি যা করেছেন, তা সকলে জানে।” নৌশাদই প্রশিক্ষণ দিয়েছেন সরফরাজ়কে। তাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন রোহিত। সরফরাজ়ের স্ত্রীকেও শুভেচ্ছা জানিয়েছিলেন রোহিত। রোহিতকে কাছে পেয়ে নৌশাদ তাঁকে বলেছিলেন, “স্যর, আমার ছেলেটার খেয়াল রাখবেন।” রোহিত উত্তরে বলেছিলেন, “অবশ্যই।” সেই দায়িত্বই রোহিত পালন করলেন বলে মনে করছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement