রোহিত-রাহুল যুগলবন্দিতে জয় ছবি: টুইটার থেকে।
ঠিক যেন জয়পুরের রিপ্লে দেখা গেল রাঁচীতে। প্রথমে বল করে দেড়শো রানের কাছাকাছি নিউজিল্যান্ডকে আটকে তার পর ব্যাট হাতে দাপট দেখালেন রোহিত শর্মা, লোকেশ রাহুলরা। মাঠে শিশির পড়ায় কাজটা আরও সহজ হয়ে গেল ব্যাটারদের জন্য। প্রথম দু’ম্যাচ জিতে টি২০ সিরিজ নিজেদের পকেটে পুরল ভারত। টি২০ দলের অধিনায়কত্ব পাওয়ার পরে প্রথম সিরিজেই জয় পেলেন রোহিত। অন্য দিকে কোচ হওয়ার পরে প্রথম সিরিজে সফল রাহুল দ্রাবিড়ও। রবিবার ইডেনে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ ৩-০ করার লক্ষ্যে নামবেন রোহিতরা।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রোহিত। শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপ্টিল ও ড্যারিল মিচেল। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারেই ১৪ রান করেন গাপ্টিল। সেই সঙ্গে আন্তর্জাতিক টি২০-তে বিরাট কোহলীকে টপকে সর্বোচ্চ রানের অধিকারী হন তিনি। নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন দীপক চাহার। ৩১ রান করে আউট হন গাপ্টিল।
মিচেল, চ্যাপম্যান, ফিলিপ্স প্রত্যেকে রান পেলেও কেউ বড় রান করতে পারেননি। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। মাঝের ওভারে দুরন্ত বল করেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা হর্ষল পটেলও খুব ভাল বল করলেন। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে নিউজিল্যান্ড।
রান তাড়া করতে নেমে জমাট শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত ও রাহুল। পাওয়ার প্লে-র পরে রানের গতি কিছুটা কমলেও উইকেট পড়েনি। স্যান্টনারের এক ওভারে দু’টি বিশাল ছক্কা মেরে রানের গতি বাড়ান রোহিত। বিশ্বকাপের ফর্ম ধরে রাখলেন রাহুল। মিলনেকে ছক্কা মেরে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
৬৫ রানের মাথায় আউট হন রাহুল। তিন নম্বরে ব্যাট করতে নামেন তরুণ বেঙ্কটেশ আয়ার। রাহুল আউট হওয়ার পরে বেশ কয়েকটি বড় শট খেলেন রোহিত। মিলনেকে ছক্কা মেরে তিনিও অর্ধশতরান করেন। যদিও ৫৫ রানের মাথায় আউট হন রোহিত। রান পাননি সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত ঋষভ পন্থের জোড়া ছক্কায় ১৬ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ঋষভ ও আয়ার দু’জনেই ১২ করে অপরাজিত থাকেন।