WTC 2023-25

২ পয়েন্ট কাটা গিয়েছে ভারতের, না হলে টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ থাকত?

মন্থর বোলিংয়ের জন্য পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। তেমনটা না হলে কি অস্ট্রেলিয়ার কাছে সিরিজ় হারের পরেও ভারতের সুযোগ থাকত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৩:০২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টেস্ট বিশ্বকাপের ফাইনালের লড়াই থেকে বিদায় নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ় হারায় শেষ হয়ে গিয়েছে স্বপ্ন। কিন্তু ম্যাচে হারের পাশাপাশি আরও এক ধাক্কা খেয়েছে ভারত। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৯টি টেস্ট খেলেছে তারা। মন্থর বোলিংয়ের জন্য পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। তেমনটা না হলে কি অস্ট্রেলিয়ার কাছে সিরিজ় হারের পরেও ভারতের সুযোগ থাকত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার?

Advertisement

১৯টি টেস্টের মধ্যে ভারত ৯টি জিতেছে। ৮টি হেরেছে। ২টি টেস্ট ড্র হয়েছে। ভারত মোট ১১৪ পয়েন্ট পেয়েছে। তাদের পয়েন্টের শতাংশ ৫০.০০। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই ঠিক হয় কোন দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

মন্থর বোলিংয়ের জন্য ২ পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। সেই ২ পয়েন্ট কাটা না গেলে ভারতের পয়েন্ট হত ১১৬। সে ক্ষেত্রে ভারতের পয়েন্টের শতাংশ হত ৫০.৮৭। অর্থাৎ, সামান্য উন্নতি হত রোহিত শর্মাদের।

Advertisement

এখন পয়েন্ট তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ৬৩.৭৩। অস্ট্রেলিয়া এর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে। সেই দু’টি টেস্ট তারা হারলে অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ হবে ৫৭.০২। সে ক্ষেত্রে শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ হবে ৫৩.৮৫। অর্থাৎ, সে ক্ষেত্রেও দু’দলই ভারতের উপরে থাকবে। তাই ২ পয়েন্ট নষ্ট না করলেও ভারতের আর টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ থাকত না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement