India vs Australia

কিউয়িদের কাছে চুনকাম হয়ে অস্ট্রেলিয়া সফরে ভারত, তবু দলের ব্যাটার, বোলারদের নিয়ে ডগমগ দুই কোচ!

নিউ জ়িল্যান্ডের কাছে লজ্জার হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার পরেও দলের ব্যাটার, বোলারদের নিয়ে ডগমগ সহকারী কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ মর্নি মর্কেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৩:১৬
Share:

দলের অনুশীলনে নজর দুই কোচের। পার্‌থে সহকারী কোচ অভিষেক নায়ার (বাঁ দিকে) ও গৌতম গম্ভীর। ছবি: সমাজমাধ্যম।

সামনে কঠিন চ্যালেঞ্জ। গত মাসেই ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজ়ে চুনকাম হয়েছে ভারত। ০-৩ হারের সেই লজ্জার পরেই অস্ট্রেলিয়ায় গিয়েছে ভারতীয় দল। ২২ নভেম্বর থেকে পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে তারা। ভারতীয় ব্যাটারেরা যে ধাক্কা পুরো কাটিয়ে উঠতে পারেনি তা প্রস্তুতি ম্যাচে দেখা গিয়েছে। বিরাট কোহলি, ঋষভ পন্থেরা ছন্দে নেই। তার পরেও দলের ব্যাটার, বোলারদের নিয়ে ডগমগ সহকারী কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ মর্নি মর্কেল।

Advertisement

অস্ট্রেলিয়ায় গিয়ে নিজেদের মধ্যেই ম্যাচ খেলেছে ভারত। সেই পরিকল্পনা কাজে দিয়েছে বলে জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, “অস্ট্রেলিয়া আসার আগে গৌতি ভাই ও রোহিতের সঙ্গে আমাদের কথা হয়েছিল। আমরা ঠিক করেছিলাম তিন দিন ধরে নিজেদের মধ্যে খেলব। অভিজ্ঞদের দেখে যাতে তরুণেরা শিখতে পারে সেই কারণেই এই পরিকল্পনা করা হয়েছিল।”

প্রস্তুতির শুরুতে অস্ট্রেলিয়ার পরিবেশ সামলাতে একটু সমস্যা হচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের। কয়েক দিন সেখানে থাকার পরে সেখানকার পরিবেশ তারা অনেক ভাল কাজে লাগাচ্ছেন বলে জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, “আমরা ঠিক করেছিলাম প্রথম দিন যারা তাড়াতাড়ি আউট হয়ে যাবে তাদের দ্বিতীয় দিন আরও এক বার সুযোগ দেওয়া হবে। পরের সুযোগে তারা অনেক ভাল খেলেছে। এর থেকেই বোঝা যাচ্ছে ওরা যত বেশি ব্যাট করবে তত ভাল খেলবে।”

Advertisement

শুধু ব্যাটারদের নয়, পার্‌থে নামার আগে দলের বোলারদের অনুশীলন দেখেও খুশি অভিষেক। প্রত্যেকে লম্বা স্পেল করেছে বলে জানিয়েছেন তিনি। অভিষেক বলেন, “একটা দিন বোলারদের জন্য রেখেছিলাম। প্রত্যেকে অন্তত ১৫ ওভার বল করেছে। বুমরা ১৮ ওভার বল করেছে। এখানকার উইকেটে কী ভাবে বল করতে সেই ধারণা ওদের হয়েছে।”

বোলারদের নিয়ে খুশি দলের বোলিং কোচ মর্কেলও। এখনও তিন বার অনুশীলন করবে ভারত। তাতে তাদের ছন্দ আরও ভাল হবে বলে মনে করেন তিনি। মর্কেল বলেন, “বোলারদের পরিশ্রম দেখে আমি খুশি। ওরা পরিবেশ ভাল করে কাজে লাগিয়েছে। আরও তিন বার অনুশীলন হবে। সেই সময়ই ম্যাচের পরিকল্পনা সেরে নেব। ২২ তারিখ নিজেদের সেরা বোলিং আক্রমণ নামাব আমরা।”

পার্‌থে প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মা ও ব্যাটার শুভমন গিলকে পাচ্ছে না ভারত। শুক্রবার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রোহিতের স্ত্রী রীতিকা। তাই দেশেই রয়েছেন তিনি। রোহিতের বদলে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা। অন্য দিকে চোট পেয়েছেন শুভমন। তাঁর বাঁহাতের বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরেছে। তাই প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে ভারতকে সিরিজ় জিততেই হবে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে চ্যালেঞ্জ খুব কঠিন। এই পরিস্থিতিতে হয়তো ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতেই তাঁদের প্রশংসা করেছেন দুই কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement