করাচি স্টেডিয়াম সংস্কারের কাজ এখনও অনেক বাকি। এই মাঠেই হওয়ার কথা উদ্বোধনী ম্যাচ। ছবি: সমাজমাধ্যম।
শেষ পর্যন্ত ‘হাইব্রিড’ মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। শুধু ভারতের ম্যাচগুলি দুবাইয়ে হবে। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। কিন্তু তার মাঝেই এ বার অন্য একটি সমস্যায় পড়েছে তারা। ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা করাচিতে। সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। কিন্তু করাচিতে এখনও মাঠ পুরোপুরি তৈরি হয়নি। তাতেই চিন্তা বৃদ্ধি পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকদের। কয়েক মাস আগে থেকে মাঠ সংস্কারের কাজ শুরু হয়েছিল। কিন্তু তা পুরো কত দিনে হবে তা বোঝা যাচ্ছে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “করাচির স্টেডিয়ামে এখন সংস্কারের কাজ চলছে। এখনও কাজ বাকি রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন সেখানে কোনও ম্যাচ হবে না। কারণ, এর মধ্যে করাচিতে খেলা হলে সংস্কারের কাজ শেষ করতে আরও দেরি হবে। তাতে সমস্যা আরও বাড়বে।”
করাচির এই মাঠেই কায়েদ-ই-আজ়ম ট্রফির ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু তা সরিয়ে দেওয়া হয়েছে। অন্য একটি মাঠে প্রতিযোগিতা হয়েছে। জানুয়ারির শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে পাকিস্তান। প্রথমে ঠিক ছিল প্রথম টেস্ট করাচিতে ও দ্বিতীয় টেস্ট মুলতানে হবে। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে বোর্ড জানিয়েছে, দু’টি টেস্টই মুলতানে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানের তিনটি মাঠে। করাচি ছাড়া লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে খেলা। তিনটি মাঠই সংস্কারের কাজ চলছে। তার জন্য পাকিস্তানি মুদ্রায় ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাজঘর, মিডিয়া সেন্টার, দর্শকাসন সংস্কারের কাজ চলছে। কিন্তু করাচিতে কবে কাজ শেষ হবে তা বোঝা যাচ্ছে না। ফলে এক নতুন চিন্তায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।