KKR

Knight Riders: নাইটদের দলে নারাইন, রাসেলের সঙ্গে এ বার ইংল্যান্ডের ব্যাটার

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন নারাইন এবং রাসেল। নাইটদের সংসারে প্রথম বারের জন্য পা রাখবেন বেয়ারস্টো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৭:২৪
Share:

আবু ধাবিতে নাইটদের দলেই রইলেন রাসেল এবং নারাইন। —ফাইল চিত্র

আবু ধাবি নাইট রাইডার্স দলে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের সঙ্গে খেলবেন জনি বেয়ারস্টোও। সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগের জন্য তাদের দল ঘোষণা করল নাইট রাইডার্স। মোট ১৪ জনের নাম ঘোষণা করেছে তারা।

Advertisement

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন নারাইন এবং রাসেল। বেয়ারস্টো প্রথম বারের জন্য পা রাখবেন নাইটদের সংসারে। দলের সিইও বেঙ্কি মাইসোর বলেন, “সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল আমাদের দলের অন্যতম সদস্য। সেই সঙ্গে জনি বেয়ারস্টো আমাদের দলে এল। আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেই সঙ্গে ত্রিনিদাদ নাইট রাইডার্স দলে খেলা আকিল হোসেন, রবি রামপল, আলি খান, কলিন ইংগ্রাম এবং সিকুজ প্রসন্ন এই দলে রয়েছে।”

আবু ধাবি নাইটদের দলে ওয়েস্ট ইন্ডিজের ছ’জন ক্রিকেটার। নারাইন, রাসেল ছাড়াও খেলবেন হোসেন, রামপল, রেমন রেইফের এবং কেন্নর লুইস। নাইটদের এই দলে রয়েছেন শ্রীলঙ্কার লাহিরু কুমারা এবং চরিথ অসলঙ্কা। আয়ারল্যান্ডের পল স্টার্লিংও রয়েছেন এই দলে।

Advertisement

পরের বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই লিগ হওয়ার কথা। তার আগেই ঘর গুছিয়ে নিল নাইট রাইডার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement