অজিত আগরকরদের জবাব জাতীয় দলে জায়গা না পাওয়া স্পিনারের। —ফাইল চিত্র।
এশিয়া কাপ, বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হয়নি। অজিত আগরকরের নির্বাচক কমিটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দলেও রাখেনি যুজবেন্দ্র চহালকে। ভারতীয় দলে জায়গা না পেয়ে সমাজমাধ্যমে শুধু হাসির ইমোজি দিয়েছিলেন চহাল। তিনি জবাব দিলেন মাঠে নেমে।
ভারতীয় দলে আবার উপেক্ষার জবাব দেওয়ার জন্য চহাল বেছে নিয়েছেন বিজয় হজারে ট্রফিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শুরুর দিনেই আরও এক বার বল হাতে নিজের দক্ষতা প্রমাণ করলেন তিনি। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২৬ রানে ৬ উইকেট নিলেন হরিয়ানার লেগ স্পিনার। ১০ ওভারের মধ্যে ২টি ওভার মেডেনও পেয়েছেন তিনি। ৩৩ বছরের অলরাউন্ডারের দাপটে ২০৭ রানেই শেষ হয়ে যায় উত্তরাখণ্ডের ইনিংস। ৫০ ওভারের ম্যাচে পারফর্ম করেই চহাল প্রমাণ করে দিয়েছেন কেমন ফর্মে রয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। বেশ কয়েক জন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছেন আগরকরেরা। তবু দলে জায়গা হয়নি দেশের হয়ে ৭২টি এক দিনের এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা লেগ স্পিনারের। গত অগস্টের মাসের পর চহাল আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। বিশ্বকাপে ভারতের একাধিক ম্যাচে তাঁকে দেখা গিয়েছি গ্যালারিতে।