icc word cup

ICC Women’s world cup 2022: ভারতের বিরুদ্ধে শুধু হার নয়, শাস্তিও পেল ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দোষ স্বীকার করে নিয়েছেন। সেই জন্য কোনও শুনানি হয়নি। মাঠে থাকা আম্পায়াররা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৫:১১
Share:

ছবি: টুইটার থেকে

ভারতের বিরুদ্ধে শুধু হার নয়, আর্থিক ক্ষতিও হল ওয়েস্ট ইন্ডিজ দলের। মন্থর ওভার রেটের জন্য ম্যাচ ফি-র ৪০ শতাংশ কেটে নেওয়া হল মহিলা দলের ক্রিকেটারদের।

সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সময় শেষের পর দু’টি ওভার করেন স্টেফানি টেলররা। ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেন। আইসিসি জানায়, ‘আইসিসি-র ২.২২ ধারায় কোনও ক্রিকেটার ওভার কম হওয়ার জন্য জড়িত থাকলে ওভার প্রতি ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে।’

Advertisement

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দোষ স্বীকার করে নিয়েছেন। সেই জন্য কোনও শুনানি হয়নি। মাঠে থাকা আম্পায়াররা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৭ রান করে ভারত। স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌর শতরান করেন। ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে যায় ১৬২ রানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement