শ্রেয়স যখন ব্যাট করতে নামেন তখন ভারতের টপ অর্ডার সাজঘরে ফিরে গিয়েছে। শ্রীলঙ্কার স্পিনাররা সমস্যায় ফেলছিলেন ভারতীয় ব্যাটারদের। সেই সময় ৯৮ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। মারেন ১০টা চার ও চারটে ছক্কা। ৯২ রানের মাথায় উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্প হন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।
মারমুখী শ্রেয়স ছবি: টুইটার।
শনিবার বেঙ্গালুরুর ঘূর্ণি উইকেটে অন্য ব্যাটাররা সমস্যায় পড়লেও বিধ্বংসী ব্যাটিং করেন শ্রেয়স আয়ার। তাঁর আক্রমণাত্মক ৯২ রানের সুবাদে ভারতের রান ২৫২ পর্যন্ত পৌঁছয়। মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। কিন্তু তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই শ্রেয়সের। তাঁর মতে, শনিবার তাঁর দিন ছিল না। এগুলো খেলার অঙ্গ। তিনি যে দলের কাজে লাগতে পেরেছেন তাতে খুশি শ্রেয়স।
প্রথম দিনের খেলা হওয়ার পরে শ্রেয়স বলেন, ‘‘আমি মাঠে নেমে ধরে খেলতে চাইনি। কারণ ধরে খেলার চেষ্টা করলে আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তাই আক্রমণাত্মক ব্যাটিং করছিলাম। আমি মানসিক ভাবে ইতিবাচক থেকে ব্যাট করার চেষ্টা করছিলাম। স্পিনারদের বিরুদ্ধে যতটা সম্ভব ক্রিজ থেকে বেরিয়ে শট খেলার চেষ্টা করছিলাম।’’
ব্যাট করার সময় শতরানের কথা তাঁর মাথায় আসেনি বলেই জানিয়েছেন শ্রেয়স। তিনি বলেন, ‘‘শতরানের কথা আমার মাথায় আসেনি। ৮০ রান করার পরে দেখলাম বুমরা কয়েকটা বল খেলে দিচ্ছে। পঞ্চম-ষষ্ঠ বলে সিঙ্গল নেওয়ার পরিকল্পনা করেছিলাম।’’ শতরান না হওয়ায় আক্ষেপ নেই শ্রেয়সের। তিনি বলেন, ‘‘এটা খেলার অঙ্গ। আমার দিন ছিল না। দলের কাজে লাগতে পেরেছি। তাতেই আমি খুশি।’’
শ্রেয়স যখন ব্যাট করতে নামেন তখন ভারতের টপ অর্ডার সাজঘরে ফিরে গিয়েছে। শ্রীলঙ্কার স্পিনাররা সমস্যায় ফেলছিলেন ভারতীয় ব্যাটারদের। সেই সময় ৯৮ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। মারেন ১০টা চার ও চারটে ছক্কা। ৯২ রানের মাথায় উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্প হন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।