ICC Women's World Cup

India Women’s Cricket: দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ম্যাচে হারলেও সেমিফাইনালে যেতে পারেন মিতালিরা

রবিবার ঝুলন-মিতালিদের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দেখে নেওয়া যাক, শেষ চারে যেতে গেলে কী করতে হবে ভারতকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ১৩:১৯
Share:

বাংলাদেশকে হারানোর পথে ঝুলনরা। ছবি: আইসিসি

বাংলাদেশকে হারিয়ে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল ভারত। রবিবার ঝুলন-মিতালিদের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দেখে নেওয়া যাক, শেষ চারে যেতে গেলে কী করতে হবে ভারতকে।

ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ভারত ধরে ফেলল ওয়েস্ট ইন্ডিজকে। নেট রান রেটে ভারত অনেকটাই এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের থেকে। ফলে ভারত তৃতীয় ও ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ স্থানে থাকল। এখনও পর্যন্ত সব ম্যাচ জিতে অস্ট্রেলিয়া শেষ চারে উঠে গিয়েছে। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে।

Advertisement

রবিবার দক্ষিণ আফ্রিকাকে শেষ ম্যাচে হারালে ভারত সাত ম্যাচে আট পয়েন্টে শেষ করবে। তার আগে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ যদি তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তা হলে ক্যারিবিয়ানদেরও পয়েন্ট হবে আট। সে ক্ষেত্রে নেট রান রেট বিচার্য হবে।

ওয়েস্ট ইন্ডিজ যদি শেষ ম্যাচে হারে, তা হলে তারা ছয় পয়েন্টেই থাকবে। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের দু’টি ম্যাচ বাকি। তারা যদি একটি জিতে অন্যটিতে হারে তা হলে তাদেরও পয়েন্ট হবে ছয়। এর ফলে দক্ষিণ আফ্রিকা শেষ চারে চলে যাবে। ভারত তৃতীয় স্থানে থেকে সেমিফাইনালে যেতে পারে।

Advertisement

দক্ষিণ আফ্রিকা যদি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত, তিনটি দলের বিরুদ্ধেই হেরে যায়, তা হলে চারটি দল আট পয়েন্টে শেষ করতে পারে। তখন নেট রান রেট বিচার্য হবে।

ভারত যদি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়, তা হলেও শেষ চারে যেতে পারে। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হবে ওয়েস্ট ইন্ডিজকে এবং ইংল্যান্ডকে বাকি তিনটি ম্যাচই হারতে হবে। তখন ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ছয় পয়েন্টে থাকবে। তখন নেট রান রেট বিচার্য হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement