ICC Women's World Cup

ICC Women’s World Cup 2022: মাঠে রানের রেকর্ড গড়লেন স্ত্রী, গ্যালারিতে উচ্ছ্বসিত অস্ট্রেলীয় পেসার

ওপেন করতে নেমে র‍্যাচেল হেইনেসের সঙ্গে ১৬০ রানের জুটি গড়েন হিলি। ১০০ বলে ১০০ করেন তিনি। ১৭০ রান করার সঙ্গে এ বারের প্রতিযোগিতায় হিলির মোট সংগ্রহ ৫০৯ রান। ১৯৯৭ সালে ডেবি হকলের করা ৪৫৬ রান ছিল একটি বিশ্বকাপে সর্বোচ্চ। ২৫ বছর পর নতুন রেকর্ড গড়লেন হিলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১১:০৬
Share:

শতরানের পর হিলি। ছবি: এএফপি

বিশ্বকাপের ফাইনালে ১৭০ রানের ইনিংস। অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভেঙে দিলেন অ্যালিসা হিলি। ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ওপেনার হিলির এই ইনিংস বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান। তাঁর স্বামী মিচেল স্টার্ক ছিলেন গ্যালারিতে। সেখান থেকে স্ত্রীয়ের জন্য গলা ফাটালেন তিনি।

২০০৭ বিশ্বকাপে গিলক্রিস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৯ করেছিলেন। সেটাই ছিল বিশ্বকাপের ফাইনালে সর্বাধিক রানের ইনিংস। রবিবার সেটাই টপকে গেলেন হিলি। এ বারের মেয়েদের বিশ্বকাপের ফাইনালে ক্রাইস্টচার্চের মাঠে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে হিলির ১৭০ রানের ইনিংসে ভর করে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। মাত্র ১৩৮ বলে ১৭০ রান করেন তিনি। এর আগে সেমিফাইনালে ১০৭ বলে ১২৯ রান করেছিলেন হিলি। বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে শতরান করে প্রথম মেয়ে হিসেবে রেকর্ড গড়লেন তিনি।

Advertisement

ওপেন করতে নেমে র‍্যাচেল হেইনেসের সঙ্গে ১৬০ রানের জুটি গড়েন হিলি। ১০০ বলে ১০০ করেন তিনি। ১৭০ রান করার সঙ্গে এ বারের প্রতিযোগিতায় হিলির মোট সংগ্রহ ৫০৯ রান। ১৯৯৭ সালে ডেবি হকলের করা ৪৫৬ রান ছিল একটি বিশ্বকাপে সর্বোচ্চ। ২৫ বছর পর নতুন রেকর্ড গড়লেন হিলি।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ করে স্ত্রীয়ের পাশে থাকতে নিউজিল্যান্ড পৌঁছে গিয়েছেন স্টার্ক। ইংল্যান্ডের বোলিং আক্রমণকে মাঠে নাস্তানাবুদ করছেন স্ত্রী আর গ্যালারিতে উচ্ছ্বসিত স্বামী। অস্ট্রেলিয়ার পুরুষ দলের হয়ে একাধিক ফাইনাল খেলেছেন স্টার্ক। জানেন বিশ্বকাপ ফাইনালে এই ইনিংসের গুরুত্ব। ছেলেদের দল খেলার সময় মাঠে তাঁদের সঙ্গিনীদের যেমন দেখা যায়, তেমনই মহিলা দল খেলার সময় স্টার্ককে গ্যালারিতে দেখে উচ্ছ্বসিত নেটমাধ্যম। পরিবারের সঙ্গে সময় কাটাতে এ বারের আইপিএলেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement