IPL 2022

IPL 2022: মুম্বইয়ের বিরুদ্ধে জিতেও পুরোপুরি খুশি হতে পারছেন না যুজবেন্দ্র চহাল

মুম্বইয়ের ইনিংসে চহাল দু’টি উইকেট পেয়েছেন। পর পর দুই বলে টিম ডেভিড এবং ড্যানিয়েল স্যামসকে ফিরিয়ে দিয়েছিলেন ভারতীয় স্পিনার। তৃতীয় বলটিতে স্লিপে ক্যাচ ফস্কান করুণ নায়ার। হ্যাটট্রিকের সুযোগও হারিয়ে যায় চহালের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১০:২২
Share:

নায়ার ক্যাচটি ধরতে পারলে এটাই হত চহালের জীবনের প্রথম হ্যাটট্রিক। ছবি: আইপিএল

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ২৩ রানে হারিয়ে দিয়েছে তাঁর দল। কিন্তু তাও খুশি হতে পারছেন না রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চহাল। তাঁর আক্ষেপ রয়ে গিয়েছে হ্যাটট্রিক ফস্কানো নিয়ে।

পাঁচ বারের আইপিএল জয়ী মুম্বই এ বারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি। শনিবার তাদের বিরুদ্ধে রাজস্থানের জস বাটলার শতরান করেন। ১৯৩ রান তোলে রাজস্থান। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় মুম্বই। রোহিত শর্মা মাত্র ১০ রান করে আউট হয়ে যান।

Advertisement

মুম্বইয়ের ইনিংসে চহাল দু’টি উইকেট পেয়েছেন। পর পর দুই বলে টিম ডেভিড এবং ড্যানিয়েল স্যামসকে ফিরিয়ে দিয়েছিলেন ভারতীয় স্পিনার। তৃতীয় বলটিতে স্লিপে ক্যাচ ফস্কান করুণ নায়ার। হ্যাটট্রিকের সুযোগও হারিয়ে যায় চহালের।

নায়ার ক্যাচটি ধরতে পারলে এটাই হত চহালের জীবনের প্রথম হ্যাটট্রিক। ম্যাচ শেষে তিনি বলেন, “একটু খারাপ লাগছে। কিন্তু ঠিক আছে। এটাই খেলা। আমরা জিতেছি এটাই আনন্দের। হ্যাটট্রিক পেলে ভাল লাগত। আমি কোনও দিন হ্যাটট্রিক করিনি।”

Advertisement

২৩ রানে মুম্বইকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে রাজস্থান। মুম্বই এখনও অবধি কোনও পয়েন্ট পায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement