আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। — ফাইল চিত্র।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও টালবাহানা চলছে। প্রতিযোগিতার সূচি এখনও ঘোষণা করা হয়নি। আরও বেশ কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। সেগুলি মেটাতে আপৎকালীন বৈঠক ডাকল আইসিসি। আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার সেই বৈঠক হবে। ভারত এবং পাকিস্তান বোর্ডের শীর্ষকর্তাদের সেখানে হাজির থাকার কথা। অর্থাৎ জয় শাহ এবং মহসিন নকভি একে অপরের মুখোমুখি হতে পারেন।
পাকিস্তানে খেলতে না যাওয়ার ব্যাপারে আগেই আইসিসি-কে জানিয়ে দিয়েছে ভারত। নিরাপত্তার অভাবই কারণ হিসাবে দেখানো হয়েছে। এতেই প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ পাকিস্তানে হবে না অন্য দেশে তা নিয়ে জল্পনা চলছে।
বৈঠকে আইসিসি কর্তারা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবেন। এমন সিদ্ধান্ত নিতে পারেন যা সব দলকেই খুশি করবে। বিকল্প রাস্তাগুলিও আলোচনা করে দেখা হবে। বৈঠকে যা নিয়ে আলোচনা হবে সেগুলি হল:
১) ভারত বনাম পাকিস্তানের ম্যাচ এবং কোন দল কোন গ্রুপে থাকবে তা নিয়ে আলোচনা হবে।
২) ভারতের কথা মাথায় রেখে সেমিফাইনাল এবং ফাইনাল নিরপেক্ষ কোনও কেন্দ্রে আয়োজন করার প্রস্তাব দেওয়া হবে।
৩) যদি পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি না থাকে তা হলে কী করা হবে, সেটি ঠিক করা হবে।
৪) গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিটাই অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে।
৫) যদি পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান না খেলতে চায় তা হলে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।