হার্দিক পাণ্ড্য। ফাইল ছবি
আগামী আইপিএল-এ আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক করা হয়েছে তাঁকে। আইপিএল খেললেও চলতি মরসুমে রঞ্জি ট্রফি খেলবেন না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। নিজের দল বরোদাকে সে কথা জানিয়ে দিয়েছেন তিনি।
গত বছর টি২০ বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে খেলার বাইরে রয়েছেন হার্দিক। চোট সারলেও জাতীয় দলে এখনও সুযোগ মেলেনি। জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য আইপিএল-কেই পাখির চোখ করেছেন হার্দিক। সম্পূর্ণ ফিট অবস্থায় আইপিএল খেলতে চাইছেন তিনি। তাই হয়তো রঞ্জি থেকে নাম সরিয়ে নিয়েছেন হার্দিক।
যদিও গত সপ্তাহে একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি আশা করছেন র়ঞ্জিতে খেলে নিজেকে তৈরি করবেন হার্দিক। অনেক দিন সে ভাবে বল করতে দেখা যাচ্ছে না তাঁকে। রঞ্জি তাঁর প্রস্তুতির ভাল মঞ্চ হতে পারে বলে আশা করছিলেন সৌরভ। কিন্তু খেলবেন না হার্দিক।
রঞ্জি ট্রফির জন্য বরোদার ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেখানে হার্দিকের জায়গায় অধিনায়ক করা হয়েছে কেদার দেওধরকে। কেদারের সহকারী করা হয়েছে বিষ্ণু সোলাঙ্কিকে। হার্দিক না খেললেও তাঁর দাদা ক্রুণাল পাণ্ড্যর নাম রয়েছে ২০ জনের দলে।