হার্দিক পাণ্ড্য। ফাইল ছবি
আইপিএল-এ আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির যোগ দেওয়া নিয়ে আর কোনও সংশয় থাকল না। সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গেল আমদাবাদের মালিকানাধীন সিভিসি ক্যাপিটাল। ফলে দল গঠনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে তারা।
এখানেই রয়েছে চমক। শোনা যাচ্ছে, আমদাবাদ দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পাণ্ড্য। মুম্বই ইন্ডিয়ান্স এ বারে রাখেনি হার্দিককে। ফলে নিজের রাজ্য গুজরাতের আমদাবাদের হয়ে খেলতে দেখা যেতে পারে হার্দিককে। অধিনায়ক হিসেবে প্রথমে শোনা গিয়েছিল শ্রেয়স আয়ারের কথা। আচমকাই ভেসে ওঠে হার্দিকের নাম। শোনা যাচ্ছে দলের কর্তাদের একাংশের নাকি তাঁকে খুবই পছন্দ।
শুধু তাই নয়, মুম্বইয়ের ছেড়ে দেওয়া আর এক ক্রিকেটার ঈশান কিশনও নাকি আমদাবাদে যোগ দিতে পারেন। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর সই করার কথা রয়েছে। তবে থেকেও বড় ব্যাপার, রশিদ খানকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে আমদাবাদ। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দেওয়ার পর সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দল লখনউয়ে যোগ দিতে পারেন আফগানিস্তানের অফস্পিনার, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে রশিদকে তুলে নিতে চাইছে আমদাবাদ।
ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুতে আইপিএল-এর বড় নিলাম হতে চলেছে। তার আগে দুই নতুন দলকেই নিজেদের তিন ক্রিকেটারের নাম জানাতে হবে। এর মধ্যে দু’জন ভারতীয় এবং একজন বিদেশি ক্রিকেটার রাখতে হবে। এ দিকে, লখনউ দলে কেএল রাহুলের অধিনায়ক হওয়া কার্যত নিশ্চিত।
উল্লেখ্য, কিছু দিন আগেই আমদাবাদ কোচ হিসেবে ভারতের প্রাক্তন জোরে বোলার আশিস নেহরার নাম ঘোষণা করেছিল। দলের মেন্টর হতে চলেছেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন।