জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।
ভারতের অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের মতো রঞ্জি ট্রফির এই পর্বে খেলছেন না জসপ্রীত বুমরাহ। তবে তাঁরই রাজ্যের বোলার নজির গড়লেন প্রথম শ্রেণির ক্রিকেটে। গুজরাতের সিদ্ধার্থ দেসাই এক ইনিংসে ন’টি উইকেট নিয়েছেন। উত্তরাখন্ডের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়েছেন তিনি। গুজরাটের ক্রিকেট ইতিহাসে সেরা বোলিং পারফরম্যান্স হল সিদ্ধার্থের।
বাঁ হাতি অফস্পিনার সিদ্ধার্থ ৩৬ রানে ৯ উইকেট নিয়েছেন। আগের নজির ছিল রাকেশ বিনুভাই ধ্রুবের। ২০১২ সালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৩১ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সিদ্ধার্থের বোলিংয়ের দাপটে ৩০ ওভারে ১১১ রানে শেষ হয়ে যায় উত্তরাখন্ড।
পঞ্চম ওভারে বল করতে আসেন সিদ্ধার্থ। চার বলের মধ্যে তিনটি উইকেট নেন। পর পর আউট করেন পিএস খান্ডুরি, আর সমর্থন এবং যুবরাজ চৌধুরিকে। ১৫ ওভারের মধ্যে পাঁচ উইকেট হয়ে যায় তাঁর। আউট করেন কুণাল চান্ডেলা এবং মায়াঙ্ক মিশ্রকে।
ওপেনিংয়ে জমে যাওয়া অবনীশ সুধাকে ৩০ রানে ফেরান সিদ্ধার্থ। এর পর আদিত্য তারে, অভয় নেগী এবং ডি ধাপোলাকে ফিরিয়ে দিয়ে নবম শিকার সম্পূর্ণ করেন।
উল্লেখ্য, ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে ছ’জন বোলারের। নভেম্বরে শেষ বার এই নজির গড়েছিলেন হরিয়ানার অংশুল কম্বোজ়।