হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।
ইডেনে মহম্মদ শামিকে না খেলানোয় দ্বিতীয় পেসার হিসাবে ছিলেন হার্দিক পাণ্ড্য। আরশদীপ সিংহের পাশাপাশি নতুন ও পুরনো বলে বল করতে হয়েছে তাঁকে। চার ওভার বল করেছেন। রান খরচ করলেও জোড়া উইকেট নিয়েছেন হার্দিক। ফলে নজির গড়েছেন ভারতের অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ভারতীয় বোলারদের মধ্যে উইকেটের সংখ্যায় জসপ্রীত বুমরাহকে ছাপিয়ে গিয়েছেন তিনি।
ইডেনে প্রথম স্পেলে রান দিলেও দ্বিতীয় স্পেলে জেকব বেথেল ও জোফ্রা আর্চারকে আউট করেছেন হার্দিক। চার ওভারে ২ উইকেটের বিনিময়ে খরচ করেছেন ৪২ রান। এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে ৮৯ উইকেট ছিল হার্দিকের। ইডেনে জোড়া উইকেটের ফলে হার্দিকের উইকেটের সংখ্যা বেড়ে হয়েছে ৯১। ১১০ ম্যাচ খেলে এই কীর্তি করেছেন তিনি।
এই ম্যাচের আগে হার্দিক ও বুমরাহ দু’জনেরই উইকেটের সংখ্যা ছিল ৮৯। ইডেনে বুমরাহকে ছাপিয়ে গিয়েছেন হার্দিক। তবে বুমরাহ ৭০ ম্যাচে ৮৯ উইকেট নিয়েছেন। তুলনায় হার্দিক অনেক বেশি ম্যাচ খেলেছেন। বুমরাহ ছাড়া ভুবনেশ্বর কুমারকেও ছাপিয়ে গিয়েছেন হার্দিক। ৮৭ ম্যাচে ৯০ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। এখন তাঁর উপরে হার্দিক।
ইডেনে রেকর্ড গড়েছেন ২৫ বছরের আরশদীপও। ইডেনে ২ উইকেট নিয়েছেন তিনি। ফলে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন যুজবেন্দ্র চহলকে। এত দিন টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন চহল। ৮০টি ম্যাচে ৯৬টি উইকেট রয়েছে তাঁর। তবে দীর্ঘ দিন জাতীয় দলে ব্রাত্য তিনি। সেই সুযোগ কাজে লাগিয়েছেন আরশদীপ। টি-টোয়েন্টিতে ৬১টি ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ৯৭।
ইডেনে আরশদীপ ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটের উইকেট নিয়েছেন। নতুন বলে পর পর দু’ওভারে দু’উইকেট নেন তিনি। তাঁর দাপটেই শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের। ৪ ওভার বল করে ১৭ রান দিয়েছেন আরশদীপ। সবে ২৫ বছর বয়স আরশদীপের। এখনও বেশ কয়েক বছর খেলবেন তিনি। অর্থাৎ, টি-টোয়েন্টিতে বিশ্বে সর্বাধিক উইকেটের নজির গড়ারও সুযোগ রয়েছে তাঁর।