Jason Gillespie

কার্স্টেনের পর গিলেসপি, দায়িত্ব ছেড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশানা আরও এক কোচের

গ্যারি কার্স্টেনের পর পাকিস্তানের কোচের পদ ছেড়েছেন জেসন গিলেসপিও। দায়িত্ব ছেড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশানা করেছেন গিলেসপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫
Share:

জেসন গিলেসপি। —ফাইল চিত্র।

পাকিস্তান ক্রিকেটে বিতর্ক থামার নাম নেই। গ্যারি কার্স্টেনের পর পাকিস্তানের কোচের পদ ছেড়েছেন জেসন গিলেসপিও। কোচ হিসাবে পাকিস্তানকে সাফল্য এনে দিয়েও দায়িত্বে থাকতে চাননি গিলেসপি। কেন? দায়িত্ব ছেড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশানা করেছেন গিলেসপি।

Advertisement

কয়েক দিন আগেই গিলেসপির প্রধান সহকারী টিম নিয়েলসেনকে ছাঁটাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত মানতে পারেননি গিলেসপি। নিয়েলসেনকে সরানোর আগে তাঁর সঙ্গে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড কোনও কথা বলেনি বলেও দাবি গিলেসপির। তিনি বলেন, “কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান কোচ হিসাবে আমার সঙ্গে কথা বলা উচিত ছিল বোর্ডের। কিন্তু আমাকে অন্ধকারে রেখে পুরোটা করা হয়েছে। হাই পারফরম্যান্স কোচ হিসাবে ভাল কাজ করছিল নিয়েলসেন। তার পরেও ওকে সরিয়ে দেওয়া হয়েছে।”

গত কয়েক মাসে পাকিস্তান বোর্ড যে যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলি সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না বলে দাবি করেছেন গিলেসপি। তিনি বলেন, “গত কয়েক মাসে বোর্ডের সঙ্গে আমার কোনও কথা হয়নি। আমাকে অন্ধকারে রাখা হয়েছিল। এ ভাবে কোনও দল চলতে পারে না। তাই আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

Advertisement

গত বছর ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে ভরাডুবির পর কোচ বদল করেছিল পাকিস্তান। সাদা বলের ক্রিকেটে কার্স্টেন ও লাল বলের ক্রিকেটে গিলেসপিকে কোচ করা হয়েছিল। পাঁচ মাস পরেই দায়িত্ব ছাড়েন কার্স্টেন। তিনিও বোর্ডকে নিশানা করেছিলেন। তার পরে গিলেসপিকে সাদা বলের ক্রিকেটের দায়িত্বও দেওয়া হয়। তাঁর অধীনে দেশের মাটিতে টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডকে হারায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ়ও জেতে তারা। এই সাফল্যের পরেও কোচের পদ ছাড়লেন গিলেসপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement