(বাঁ দিকে থেকে) কিং জং উন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। —ফাইল চিত্র।
ইউক্রেনের যুদ্ধে রাশিয়া প্রথম বারের মতো তাদের মিত্রদেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে। সোমবার এই দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সরকার।
ইউক্রেন সরকারের তরফে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, মূলত সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেন সেনার প্রতিআক্রমণ ঠেকাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী উত্তর কোরিয়ার সেনাদের সাহায্য নিচ্ছে। ইউক্রেন সেনার সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত ৩০ জন সেনা হতাহত হয়েছেন বলেও দাবি কিভের।
প্রসঙ্গত, আমেরিকার তরফে অক্টোবরে জানানো হয়েছিল, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে অন্তত ১০ হাজার সেনা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। তর মধ্যে অন্তত অন্তত তিন হাজার সেনা ইউক্রেন সীমান্তে প্রত্যক্ষ ভাবে যুদ্ধে অংশ নিচ্ছে বলেও ওই রিপোর্টে জানানো হয়েছিল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। গোড়া থেকেই রাশিয়াকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করছে উত্তর কোরিয়া।