Georgia Incident

ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১১ জন ভারতীয়! জর্জিয়ার রিসর্টের দুর্ঘটনা ঘিরে ঘনাচ্ছে রহস্য

জর্জিয়ার ভারতীয় দূতাবাসের তরফে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দেহগুলি দ্রুত ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয় ভারতীয় দূতাবাসের তরফে। তারা জানায়, ‘‘আমরা শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩:১৪
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

জর্জিয়ার এক রেস্তরাঁয় ১১ জন ভারতীয় মৃত্যু ঘিরে রহস্য দানা বাধছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তবে এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জর্জিয়ার ‘গ্রেটার ককেশাস’ পর্বতমামালার গায়ে রয়েছে স্কি রিসর্ট গুদাউরি। সেই রিসর্টে ছিলেন অনেকে। তাঁদের মধ্যে বেশ কয়েক জন ভারতীয়ও ছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই রিসর্টের ভেতরে একটি জেনারেটর ছিল। সেই জেনারেট চালু করার পরই দুর্ঘটনাটি ঘটে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই রিসর্টের শোয়ার ঘরের পাশেই একটি বন্ধ জায়গায় জেনারেটর রাখা ছিল। শুক্রবার রাতে ওই রিসর্টে লোডশেডিং হয়। সে সময় ওই জেনারেটর চালু করেন রিসর্ট কর্তৃপক্ষ। সেখান থেকেই কোনও কারণে কার্বন মনোক্সাইড নির্গত হয়। বন্ধ ঘরের মধ্যে সেই বিষাক্ত গ্যস প্রবেশ করে। তা থেকেই বিষক্রিয়ার কারণে মৃত্যু হয় ১২ জনের। তাঁদের মধ্যে ১১ জনই ভারতীয়। অন্য জন জর্জিয়ার বাসিন্দা। অবহেলার কারণে মৃত্যু, এমন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জর্জিয়া পুলিশ।

জর্জিয়ার ভারতীয় দূতাবাসের তরফে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। বিবৃতি জারি করে তারা জানিয়েছে, ‘‘জর্জিয়ার গুদাউরিতে ১১ জন ভারতীয়ের মৃত্যুতে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা।’’ একই সঙ্গে দেহগুলি দ্রুত ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয় ভারতীয় দূতাবাসের তরফে। তারা জানায়, ‘‘আমরা শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement