Babar Azam

কোর্টে সাময়িক স্বস্তি বাবরের, পিছিয়ে গেল ধর্ষণের অভিযোগের শুনানি

বাবর আজ়মের বিরুদ্ধে ধর্ষণের মামলার শুনানি চলছে লাহোর হাই কোর্টে। সেই শুনানি পিছিয়ে গিয়েছে। ১৬ ডিসেম্বর সেই শুনানি হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭
Share:

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

পিছিয়ে গেল শুনানি। বাবর আজ়মের বিরুদ্ধে ধর্ষণের মামলার শুনানি চলছে লাহোর হাই কোর্টে। সেই শুনানি পিছিয়ে গিয়েছে। ১৬ ডিসেম্বর সেই শুনানি হতে পারে।

Advertisement

বাবরের বিরুদ্ধে এক মহিলা অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। অভিযোগকারিণী বলেন, “বাবর আমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। তার ফলে আমি অন্তঃসত্ত্বা হয়ে যাই। সেটা জানতে পেরে আমাকে বাধ্য করে গর্ভপাত করাতে। আমি বাধ্য হয়ে গর্ভপাত করি।” ধর্ষণের পরীক্ষানথিও আদালতে জমা দিয়েছেন অভিযোগকারিণী। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। কিন্তু বাবরের আইনজীবী হ্যারিস আজমত কোর্টে যাননি। যে কারণে শুনানি পিছিয়ে দেওয়া হল।

২০২১ সাল থেকে বাবরের বিরুদ্ধে এই মামলা চলছে। পুলিশ প্রথমে অভিযোগ নিতেও রাজি হয়নি। পরে পুলিশ এফআইআর নিলে বাবর তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ করেন ওই মহিলা।

Advertisement

বাবর এই মুহূর্তে ব্যস্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে। তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছেন। প্রথম ম্যাচে শূন্য করেছেন বাবর। পাকিস্তান সেই ম্যাচ হেরেও গিয়েছে। শুক্রবার দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচ হারলে সিরিজ়ও হাতছাড়া হবে পাকিস্তানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement