Vinod Kambli

হাসপাতালে কেমন আছেন বিনোদ কাম্বলি? জানালেন বন্ধু, কী হয়েছে প্রাক্তন ক্রিকেটারের?

৫২ বছরের কাম্বলি অসুস্থ হওয়ায় তাঁকে এক সমর্থক হাসপাতালে নিয়ে যান। ঠাণের হাসপাতালটি ওই সমর্থকেরই। আজীবন কাম্বলিকে বিনামূল্যে চিকিৎসা করাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১০:১৭
Share:

বিনোদ কাম্বলি। —ফাইল চিত্র।

হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি। ঠাণের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কাম্বলির বন্ধু মার্কাস কাউটো।

Advertisement

মার্কাস এবং কাম্বলি একসঙ্গে ক্রিকেট খেলেছেন। এক সময় আম্পায়ারিংও করেছেন মার্কাস। তিনি বলেন, “এখন অনেকটাই ভাল আছে কাম্বলি। মূত্রনালিতে সংক্রমণ হয়েছে ওর। সেই কারণে শনিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওর সঙ্গে আমার দেখা হয়েছে।” তবে কাম্বলিকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা বলতে পারেননি মার্কাস। তিনি বলেন, “কাম্বলির বেশ কিছু সমস্যা রয়েছে। সেই কারণে আগামী এক মাস হাসপাতালে রেখেই শুশ্রূষা করানোর পরামর্শ দিয়েছি। ওর চিকিৎসার খরচ যখন অন্য কেউ দিতে রাজি, তখন চিকিৎসা করিয়ে নেওয়াই ভাল।”

৫২ বছরের কাম্বলি অসুস্থ হওয়ায় তাঁকে এক সমর্থক হাসপাতালে নিয়ে যান। ঠাণের হাসপাতালটি ওই সমর্থকেরই। আজীবন কাম্বলিকে বিনামূল্যে চিকিৎসা করাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল। কাম্বলিও চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে জানিয়েছেন, ওঁদের জন্যই বেঁচে আছেন।

Advertisement

সোমবার বিকেলে কাম্বলির সঙ্গে হাসপাতালে দেখা করতে আসেন বেশ কিছু সমর্থক। তাঁদের দেখে কাম্বলি আবেগপ্রবণ হয়ে পড়েন। পরে বলেছেন, “চিকিৎসকদের জন্যই আমি বেঁচে আছি। আমি ভর্তি হওয়ার পর চিকিৎসাকর্মীরা প্রচুর চেষ্টা করেছে। যা পেয়েছি সব কিছুর জন্য কৃতজ্ঞ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement