জেমস অ্যান্ডারসন। —ফাইল চিত্র।
আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের প্রাক্তন পেসার ৪২ বছর বয়সে প্রথম বার আইপিএল খেলার আগ্রহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পেসারকে নেবে কোন দল? জানেন মাইকেল ভন।
এই বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অ্যান্ডারসন। সাদা বলের ক্রিকেটে শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ২০১৫ সালে। দেশের হয়ে শেষ বার টি-টোয়েন্টি খেলেছেন ২০০৯ সালে। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৪৪ ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন তিনি। গড় ৩২.১৪। ভন মনে করেন চেন্নাই সুপার কিংস নিতে চাইবে অ্যান্ডারসনকে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, “আমি একটুও অবাক হব না, যদি অ্যান্ডারসনকে চেন্নাই সুপার কিংস কেনে। প্রথম আমিই বলছি। চেন্নাই এমন একটা দল যারা প্রথম দিকের ওভারে সুইং বোলার চায়। শার্দূল ঠাকুর আছে ওদের দলে। কিন্তু অ্যান্ডারসনকে কিনলে অবাক হব না।”
অবসরের পর আবার ক্রিকেট খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন অ্যান্ডারসন। তিনি বলেন, “ক্রিকেট খেলতে চাই বলেই তো নিলামে নাম লিখিয়েছি। আবার ক্রিকেট খেলতে চাই। সে দল পাই না পাই। কোনও এক রকম ভাবে ক্রিকেটের সঙ্গে জড়িত থাকতে চাই।”
দেশ হয়ে ছাড়া তাঁর ক্লাব ল্যাঙ্কশায়ারের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন। সেই দলের হয়ে ভাইটালিটি ব্লাস্টে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ২২টি উইকেট। আইপিএলের নিলামে নিজের ন্যূনতম মূল্য রেখেছেন এক কোটি ২৫ লক্ষ টাকা। এখন দেখার কোন দল তাঁকে নেয়।