Amitabh Choudhary

BCCI: প্রয়াত বোর্ডের প্রাক্তন সচিব, শোকজ্ঞাপন সৌরভ, জয় শাহের

প্রয়াত অমিতাভ চৌধরি। ৬২ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। শোকজ্ঞাপন সৌরভ, জয় শাহের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৮:৩৭
Share:

মঙ্গলবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত অমিতাভ। —ফাইল চিত্র

বিসিসিআই-এর প্রাক্তন সচিব অমিতাভ চৌধরি। তিনি ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার প্রেসিডেন্টও ছিলেন। ৬২ বছর বয়সে মঙ্গলবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। অমিতাভের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা।

Advertisement

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত অমিতাভ ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম-সচিব ছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত সৌরভ। তিনি বলেন, “অমিতাভ চৌধরির মৃত্যুতে আমি শোকাহত। তাঁর সঙ্গে আমার দীর্ঘ দিনের আলাপ। খুব ভাল আড্ডা হত আমাদের। ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সময় তাঁর সঙ্গে আলাপ হয়েছিল। জিম্বাবোয়ে সফরে তিনি ম্যানেজার ছিলেন। সময়ের সঙ্গে সেই আলাপ গভীর হয়েছে। রাঁচিতে যে বিশাল অত্যাধুনিক স্টেডিয়াম রয়েছে, তার পিছনে অমিতাভের দূরদর্শিতাকে কৃতিত্ব দিতেই হবে।” জয় শাহ বলেন, “তৃণমূল স্তরে বদল আনার জন্য বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই বদলে গিয়েছে ঝাড়খণ্ড ক্রিকেট।”

অমিতাভ প্রাক্তন আইপিএস অফিসার। ঝাড়খণ্ড পুলিশে আইজিপি পদেও ছিলেন। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন টুইট করে লেখেন, ‘ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার প্রাক্তন চেয়ারম্যানের প্রয়াণে আমি শোকাহত। আইপিএস হিসাবেও তিনি বড় ভূমিকা নিয়েছিলেন।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement