ভারতীয় দল। —ফাইল চিত্র।
গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামল ভারত। দলে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। সেই সঙ্গে চোট সারিয়ে ফিরলেন শুভমন গিলও। বাদ পড়লেন দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর। ভারতীয় অলরাউন্ডারের জায়গায় দলে নেওয়া হল রবিচন্দ্রন অশ্বিনকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ছিলেন না রোহিত। তিনি সদ্য দ্বিতীয় বার বাবা হয়েছেন। সেই কারণে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। অ্যাডিলেডে দলে ফিরেছেন অধিনায়ক। রোহিত ফিরলেও তিনি ওপেন করবেন না। যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলকেই ওপেন করতে পাঠানো হবে। রোহিত মিডল অর্ডারে নামবেন। সেই কারণে বাদ পড়েছেন ধ্রুব।
চোটের কারণে প্রথম টেস্টে ছিলেন না শুভমন। তিনিও গোলাপি বলের টেস্টে দলে ফিরেছেন। শুভমন ফেরায় বাদ পড়েছেন পাড়িক্কল। গত টেস্টে তিন নম্বরে ব্যাট করেছিলেন তিনি। শুক্রবার সেই জায়গায় ব্যাট করতে দেখা যাবে শুভমনকে।
অ্যাডিলেড টেস্টে দলে ফেরানো হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। গোলাপি বলের টেস্টে অশ্বিনের অভিজ্ঞতা গুরুত্ব দিয়েছে ভারত। গোলাপি বলের টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। যে কারণে তাঁকে বসিয়ে রাখার ঝুঁকি নেয়নি ভারত।