Ben Stokes

ইংল‍্যান্ডের পাকিস্তান সফরের সময় বেন স্টোকসের বাড়িতে ডাকাতি, খোয়া গেল বহু মূল‍্যবান জিনিস

সমাজমাধ্যমে এই ঘটনার কথা জানিয়েছেন স্টোকস নিজেই। তাঁর আবেদন, যদি কেউ ওই জিনিসগুলির খোঁজ পান তা হলে যেন পুলিশে খবর দেন। এই ঘটনার সময় পাকিস্তান সফরে ছিলেন ইংরেজ অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ২৩:৩৮
Share:

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস। —ফাইল ছবি।

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে মুখোশধারী দুষ্কৃতীদের হানা। খোয়া গিয়েছে বেশ কিছু মূল্যবান জিনিস। সমাজমাধ্যমে এই ঘটনার কথা জানিয়েছেন স্টোকস নিজেই। তাঁর আবেদন, যদি কেউ ওই জিনিসগুলির খোঁজ পান তা হলে যেন পুলিশে খবর দেন। এই ঘটনার সময় পাকিস্তান সফরে ছিলেন ইংরেজ অধিনায়ক।

Advertisement

স্টোকস সমাজমাধ্যমে লিখেছেন, “গত ১৭ অক্টোবর ডারহামের ক্যাসেল ইডেন এলাকায় আমার বাড়িতে ডাকাতি হয়েছে। দুষ্কৃতীরা বেশ কিছু গয়না এবং মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। এর মধ্যে বেশ কিছু জিনিসের সঙ্গে আমার আবেগ জড়িয়ে রয়েছে। সকলের কাছে আমার আবেদন যারা এই কাজে জড়িত তাদের খোঁজ পেলে দয়া করে পুলিশকে খবর দিন।” এর সঙ্গে খোয়া যাওয়া সামগ্রীর ছবিও সমাজমাধ্যমে দিয়েছেন স্টোকস।

তিনি আরও লেখেন, “এই ঘটনা যখন ঘটছে তখন আমার দুই সন্তান এবং স্ত্রী বাড়িতেই ছিল। ভাগ্য ভাল তাদের কোনও ক্ষতি হয়নি। এই ঘটনা আমার পরিবারের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলেছে।”

Advertisement

পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন স্টোকস। তিনি লিখেছেন, “পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। যখন এই ঘটনা ঘটেছে তখন আমি পাকিস্তানে। আমার পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement