ইংল্যান্ডের জয়ের নায়ক ব্রাইডন কার্স। ছবি: এক্স (টুইটার)।
নিউ জ়িল্যান্ডকে প্রথম টেস্টে ৮ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। বেন স্টোকসদের জয়ে বিশেষ ভূমিকা নিলেন ব্রাইডন কার্স। প্রথম উইকেটে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন ইংরেজ বোলার। নিউ জ়িল্যান্ড প্রথম ইনিংসে ৩৪৮ রান করে। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৪৯৯ রান করে। আয়োজকেরা দ্বিতীয় ইনিংসে করে ২৫৪ রান। এর পর জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১০৪ রান। ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্টোকসের দল।
জয়ের জন্য প্রয়োজনীয় ১০৪ রান ১২.৪ ওভারে তুলে নিয়েছে। টেস্ট জয়ের ক্ষেত্রে ১০০ রান বা তার বেশি তাড়া করার ক্ষেত্রে এটাই দ্রুততম। ওভার প্রতি ৮.২১ রান তুলেছে ইংল্যান্ড। টেস্ট খেলতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে ব্যাট করেছেন ইংরেজ ব্যাটারেরা। তৈরি হয়েছে নতুন নজির।
১৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল টম লাথামের দল। কার্সের দাপটের সামনে কেন উইলিয়ামসন এবং ডারিল মিচেল ছাড়া কেউ বড় রান পাননি। উইলিয়ামসন করেন ৬১। মিচেলের ব্যাট থেকে এসেছে ৮৪ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে কিউয়িদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান রাচিন রবীন্দ্রর ২৪। কার্স ৬ উইকেট নেন ৪২ রান খরচ করে। তাঁর শিকার তালিকায় মিচেল ছাড়াও রয়েছেন ডেভন কনওয়ে (৮), রাচিন, গ্লেন ফিলিপ্স (১৯), নাথান স্মিথ (২১) এবং ম্যাট হেনরি (১)। কার্সের পাশাপাশি ভাল বল করেন ক্রিস ওকসও। তিনি ৫৯ রানে ৩ উইকেট নেন। লাথামকে (১) আউট করে তিনিই প্রতিপক্ষকে প্রথম ধাক্কা দেন।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভাল হয়নি। প্রথমেই আউট হন জ্যাক ক্রলি(১)। অন্য ওপেনার বেন ডাকেটও ২৭ রানে আউট হয়ে যান। তবে তৃতীয় উইকেটে জ্যাকব বেথেল এবং জো রুটের অবিচ্ছিন্ন জুটি দলকে জয়ের দরজায় পৌঁছে দেয়। বেথেল অপরাজিত থাকেন ৫০ রানে। রুট শেষ পর্যন্ত করেন ২৩ রান। এই জয়ের ফলে তিন টেস্টের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।