England vs West Indies

ওয়েস্ট ইন্ডিজ়কে তিন টেস্টে হারিয়েও বিশ্বকাপে উন্নতি হল না ইংল্যান্ডের, প্রাপ্তি ওপেনার স্টোকস

বার্মিংহামে শেষ টেস্টে ১০ উইকেটে জিতলেন বেন স্টোকসেরা। শেষ ইনিংসে মাত্র ৮২ রানের লক্ষ্য ছিল তাঁদের সামনে। সহজেই ম্যাচ জিতে নিলেন স্টোকসেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ২০:৫২
Share:

বেন স্টোকস। —ফাইল চিত্র।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিনটি টেস্টেই জিতল ইংল্যান্ড। বার্মিংহামে শেষ টেস্টে ১০ উইকেটে জিতলেন বেন স্টোকসেরা। শেষ ইনিংসে মাত্র ৮২ রানের লক্ষ্য ছিল তাঁদের সামনে। সহজেই ম্যাচ জিতে নিলেন স্টোকসেরা। কিন্তু তাতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও উন্নতি হল না ইংল্যান্ডের।

Advertisement

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি টেস্ট জিতেও ষষ্ঠ স্থানে রইল ইংল্যান্ড। ১৩ ম্যাচে ৫৭ পয়েন্ট পেয়েছে তারা। ৩৬.৫৪ পয়েন্ট শতাংশ ইংল্যান্ডের। পঞ্চম স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট। শীর্ষে রয়েছে ভারত। তারা পেয়েছে ৬৮.৫২ শতাংশ পয়েন্ট।

তৃতীয় টেস্টের প্রথম দিনেই অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। ২৮২ রান করে শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (৬১), জেসন হোল্ডার (৫৯) এবং জশুয়া ডা সিলভা (৪৯) ছাড়া কেউ রান করতে পারেননি। ইংল্যান্ডের গুস অ্যাটকিনসন চার উইকেট নেন। ক্রিস ওকস নেন তিনটি উইকেট। তাতেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস।

Advertisement

ইংল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম দিনেই তিন উইকেট হারিয়েছিল। কিন্তু দ্বিতীয় সেটার সুবিধা নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। জো রুট (৮৭) এবং জেমি স্মিথ (৯৫) মিলে দলকে লিড এনে দেয়। ৩৭৬ রান তোলে ইংল্যান্ড। লিড নেয় ৯৪ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয়ে যায় ১৭৫ রানে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮২ রানের লক্ষ্য দেয় তারা ইংল্যান্ডকে। যা তুলতে কোনও সমস্যাই হল না স্টোকসদের।

জ্যাক ক্রলির আঙুলে চোট। তিনি দ্বিতীয় ইনিংসে ওপেন করতে পারেননি। সেই জায়গায় ওপেন করেন স্টোকস। দ্রুত রান তুলে নেয় ইংল্যান্ড। মনে হচ্ছিল টি-টোয়েন্টি ম্যাচ খেলছে তারা। স্টোকস অর্ধশতরান করেন। মাত্র ২৮ বলে ৫৫ করেন তিনি। একটি ছক্কা এবং ন’টি চার মারেন স্টোকস। অন্য ওপেনার বেন ডাকেট করেন ২৫ রান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement