Bangladesh Cricket

ঘরের মাঠে হার দিয়ে শুরু বাংলাদেশের, মালানের শতরানে ৩ উইকেটে জয় ইংল্যান্ডের

এক দিনের সিরিজ় খেলতে বাংলাদেশ গিয়েছে ইংল্যান্ড। সেই দেশে গিয়ে প্রথম ম্যাচ জিতে নেয় তারা। মালানের শতরানে ম্যাচ জিতেছে ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ২০:২৮
Share:

দাউইদ মালানের শতরানে ভর করে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড। ছবি: রয়টার্স

বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেটে জিতল ইংল্যান্ড। মিরপুরের মাঠে খুব বেশি দর্শক বুধবার আসেননি। যাঁরা এসেছিলেন তাঁরাও হাসি মুখে বাড়ি ফিরতে পারলেন না। ৫০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ২০৯ রান তোলে বাংলাদেশ। সেই রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড। দাউইদ মালান শতরান করেন। তিনি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

Advertisement

ইংল্যান্ডের টেস্ট দল নিউ জ়িল্যান্ডে খেলছিল। বেন স্টোকসের দল সেখানে ১-১ সিরিজ় শেষ করে। সাদা বলের সিরিজ় খেলতে জস বাটলার তাঁর দল নিয়ে বাংলাদেশ চলে এসেছিলেন। জোফ্রা আর্চার, জেসন রয়, মালান, বাটলারদের নিয়ে তৈরি দল একেবারেই কম শক্তির নয়। সেই দলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে লড়লেন একা নাজমুল হাসান শান্ত। ৮২ বলে ৫৮ রান করেন তিনি। বাকি ব্যাটারদের মধ্যে মাহমুদুল্লাহ করেন ৩১ রান। অধিনায়ক তামিম ইকবাল করেন ২৩ রান। শাকিব আল হাসান মাত্র ৮ রান করেন।

ইংল্যান্ডের সব বোলারই উইকেট পান। দু’টি করে উইকেট নেন আর্চার, মার্ক উড, মইন আলি এবং আদিল রশিদ। একটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং উইল জ্যাকস। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের প্রথম ৪ উইকেট চলে যায় ৬৫ রানে। জেসন রয় (৪), ফিল সল্ট (১২), জেমস ভিন্স (৬) এবং জস বাটলার (৯) রান পাননি। প্রথম দিকে নামা ব্যাটারদের মধ্যে রান পান একমাত্র মালান। তিন নম্বরে নেমে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ১৪৫ বলে ১১৪ রান করেন মালান। আটটি চার এবং চারটি ছক্কা মারেন তিনি।

Advertisement

বাংলাদেশের বোলারদের মধ্যে সফল তাইজুল ইসলাম। তিনি ১০ ওভারে ৫৪ রান দিয়ে তিনটি উইকেট নেন। দু’টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। একটি করে উইকেট নেন শাকিব এবং তাসকিন আহমেদ। রান আটকে রাখছিলেন তাঁরা। ইংল্যান্ডকে ৪৮তম ওভার লড়াই করতে হয়। মালান না থাকলে চাপে পড়ে যেত ইংল্যান্ড। সিরিজ়ে ১-০ এগিয়ে গেল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement