বাটলারের ইংল্যান্ড দল। ছবি: রয়টার্স।
বিশ্বকাপ শুরু হওয়ার ১৮ দিন আগেই চূড়ান্ত দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। এর আগে ১৭ জনের দল ঘোষণা করেছিল তারা। এ বার তার থেকে দু’জনকে বাদ দিয়ে ১৫ সদস্যের নাম জানিয়ে দেওয়া হল। স্বাভাবিক ভাবেই সেই দলে সুযোগ পেয়েছেন গত বিশ্বকাপ ফাইনালের নায়ক বেন স্টোকস। দলে একটি চমকও রয়েছে।
গত বারের বিশ্বকাপে নজরকাড়া বোলার জফ্রা আর্চার এ বার আর জায়গা পাননি। ১৭ জনের দলে বাদ পড়েছিলেন হ্যারি ব্রুকও। কিন্তু পিঠের চোটে জেসন রয় কাবু হয়ে পড়ায় ব্রুককে দলে নেওয়া হয়েছে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলতে পারেননি রয়। তবে সামনে আয়ারল্যান্ড সিরিজ় রয়েছে। সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে চূড়ান্ত দলে ঢুকতে পারেন। কারণ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে।
কিছু দিন আগেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১২৪ বলে ১৮২ রান করেছেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে এক দিনের ক্রিকেটে যা সর্বাধিক ব্যক্তিগত রান। অবসর ভেঙে ফিরে এসেই ছন্দে তিনি। তবে বিশ্বকাপে বল করবেন না। চূড়ান্ত দলে জায়গা পাকা করেছেন দাউইদ মালানও, যিনি নিউ জ়িল্যান্ড সিরিজ়ে সর্বোচ্চ রান করেছেন।
ইংল্যান্ডের দলে পেস বোলারের আধিক্য রয়েছে। স্যাম কারেন, রিসি টপলি, ডেভিড উইলি, মার্ক উড এবং ক্রিস ওকস রয়েছেন। দলে চমক পেসার গাস অ্যাটকিনসন, যিনি এর আগে মাত্র তিনটি এক দিনের ম্যাচ খেলেছেন। স্পিনার হলেন আদিল রশিদ এবং মইন আলি।