এশিয়া কাপ নিয়ে উচ্ছ্বাস কোহলি, রোহিতদের। ছবি: এএফপি
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে অষ্টম বারের জন্যে এশিয়া কাপ জিতেছে ভারত। ফাইনালে তারা জিতেছে ১০ উইকেটে। শ্রীলঙ্কার তোলা ৫০ রান কোনও উইকেট না হারিয়েই তুলে নিয়েছে ভারত। ফাইনালে জেতার পরে বেশ মোটা আর্থিক পুরস্কারই ঢুকছে ভারতের ঘরে। কত টাকা পাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা?
এশিয়া কাপে খেলেছে ছ’টি দল। ষষ্ঠ দল বাদে প্রতিটি দলই কিছু না কিছু আর্থিক পুরস্কার পেয়েছে। এশিয়া কাপ জেতায় ভারতীয় দল পেয়েছে ২ লক্ষ ডলার বা ১.৬৬ কোটি টাকা। এই টাকা সাধারণত দলের সব সদস্য এবং সাপোর্ট স্টাফদের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হয়। রানার-আপ শ্রীলঙ্কা দল ৭৫ হাজার ডলার বা ৬২ লাখ টাকা পাচ্ছে।
এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা দুই দল পেয়েছে ৫১ লাখ টাকা করে। প্রতিযোগিতায় চতুর্থ স্থানাধিকারী দল পেয়েছে ২৫ লাখ টাকা। পঞ্চম স্থানাধিকারী দল ১০ লাখ টাকা পেয়েছে। এ ছাড়া প্রতি ম্যাচের সেরা ক্রিকেটার ৪ লাখ টাকা করে পেয়েছেন।
এ ছাড়া আরও কিছু পুরস্কার দেওয়া হয়েছে ফাইনালের পর। সেরা ক্যাচের পুরস্কার হিসাবে আড়াই লাখ টাকা পেলেন রবীন্দ্র জাডেজা। ম্যাচের সেরা হয়ে চার লাখ টাকা পেলেন সিরাজ, যিনি পুরো অর্থই দান করে দিলেন মাঠকর্মীদের। সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকা পেলেন কুলদীপ যাদব।
রবিবারের ম্যাচে মহম্মদ সিরাজের বোলিংয়ের দাপটে হেরে গিয়েছে শ্রীলঙ্কা। এক দিনের ক্রিকেটে সবচেয়ে খারাপ ফল তাদের। ৫০ রানে অলআউট হয়ে গিয়েছে তারা। সিরাজ একাধিক নজির তৈরি করেছেন। প্রথম ভারতীয় হিসাবে এক ওভারে চারটি উইকেট নিয়েছেন তিনি। এশিয়া কাপে সেরা বোলিং ফিগারের তালিকায় দু’নম্বরে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেরা বোলিংয়ের তালিকাতে তিনি প্রথম।