East Bengal

East Bengal: ক্লাব ক্রিকেটে বড় জয় ইস্টবেঙ্গল, তপন মেমোরিয়ালের

ইস্টবেঙ্গলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন সুদীপ ঘরামি এবং অঙ্কুর পাল। ১২৫ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেন সুদীপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ১৯:৪০
Share:

ইস্টবেঙ্গল ক্রিকেটারদের উল্লাস। ছবি সিএবি

সিএবি-র প্রথম ডিভিশন লিগে বড় ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল ক্লাব এবং তপন মেমোরিয়াল। শুক্রবার ইস্টবেঙ্গল ১৫৬ রানে হারিয়েছে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবকে। তপন মেমোরিয়াল ৯৬ রানে জিতেছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে।

Advertisement

ইস্টবেঙ্গলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন সুদীপ ঘরামি এবং অঙ্কুর পাল। ১২৫ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেন সুদীপ। অঙ্কুর ১৩০ বলে ১০৬ রান করেন। কলকাতা ইউনিয়ন নির্ধারিত ওভারে ১৪৮-৯-এর বেশি তুলতে পারেনি। শ্রেয়ান চক্রবর্তী ২৬ রানে ৩ উইকেট নেন।

দেশবন্ধু পার্কে তপন মেমোরিয়াল ৪৩ ওভারে ৩৩৯ রান তুলেছিল। গৌরব চহ্বান ৯৩ বলে অপরাজিত থাকেন ১২২ রানে। কাইফ ৫৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন। জবাবে ২৪৩ রানেই অলআউট হয়ে যায় পুলিশ অ্যাথলেটিক।

Advertisement

শুক্রবার জিতেছে বড়িশা স্পোর্টিং ক্লাবও। দক্ষিণ কলকাতা সংসদের বিরুদ্ধে তারা জিতেছে ৮ উইকেটে। প্রথমে ব্যাট করে ১১০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ কলকাতা। কাজি জুনেইদ সইফি ১৬ রানে ৩ উইকেট নেন। জবাবে ৩৩ বলে অপরাজিত ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঋত্বিক রায়চৌধুরি। ১০.১ ওভারেই জয়ের রান তুলে নেয় বড়িশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement